ভূট্টার কান্ডের মাজরা পোকা (Maize Stem Borer)

ক্ষতিকর পোকামাকড়

placeholder

পরিচিতিঃ

  • মেটে রঙ্গের মথ মাঝারি আকারের। কোন কোনটির পাখায় রূপালি ফোটা থাকে। 
  • কীড়া প্রায় ৩.৮ সেমি লম্বা দেহের সামনে ও পিছনের দিকে সাদা রেখার মতো আছে। 
  • ঘাড়ের ৩য় খন্ডাংশ থেকে পেটের ৩টি খন্ডাংশ পর্যন্ত গাঢ় বেগুনি তাতে সাদা রেখা নাই।

ক্ষতির ধরণঃ

  • এ পোকা গাছের গোড়ায় ছিদ্রকরে ভিতরে ঢুকে খেতে থাকে। গাছের মাইজ শুকিয়ে মরে যায়। 
  • ফুল আসার পর আক্রমণ করলে ফুলসহ কান্ড শুকিয়ে মারা যায়।

ক্ষতির ব্যপ্তিঃ


জৈবিক ও যান্ত্রিক পদ্ধতিতে দমনঃ

  • ভালভাবে জমি চাষ দিয়ে পোকা পাখিদের খাবার সুযোগ করে দিন। 
  • আলু চাষ করা হয়েছে এমন জমিতে ভুট্টা চাষ করবেন না। 
  • সারিতে গাছের গোড়ায় মাটি তোলার সময় পোকা বের হলে মেরে ফেলুন। 
  • কেরোসিন মিশ্রিত পানি সেচ দিন।  
  • পাখি বসার জন্য জমিতে ডালপালা পুঁতে দিন। 
  • রাতে জমিতে মাঝে মাঝে আবর্জনা জড়ো করে রাখলে তার নিচে কীড়া এসে জমা হলে, সকালে সেগুলোকে মেরে ফেলুন।

রাসায়নিক পদ্ধতিতে দমনঃ

  • এ পোকা দমনের জন্য- রিলোড ১৮ এস সি ৫ মি.লি. ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতক জমিতে স্প্রে করে প্রয়োগ করতে হবে। একর প্রতি মাত্রা ১০০ মিলি। 
  • এসিমিক্স ৫৫ ই সি ১০ মি.লি. ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতক জমিতে স্প্রে করে প্রয়োগ করতে হবে। একর প্রতি মাত্রা ২০০ মিলি। 
  • ১০ দিন পরপর ২-৩ বার ফসলে স্প্রে করুন।

সুপারিশকৃত পণ্য সমূহ

আমাদের ব্র্যান্ডসমূহ