ফল আর্মিওয়ার্ম হলো লেপিডোপ্টেরা পর্বের একটি ক্ষতিকর কাটুই পোকা। এই পোকার সংক্রমন সবথেকে বেশি দেখা যায় আমেরিকা মহাদেশের বিভিন্ন অঞ্চলে। সর্বশেষ তথ্য মতে, এ ক্ষতিকর পোকাটির আক্রমণ বাংলাদেশের বগুরা জেলার শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের গোপাল্পুর গ্রামে পরিলক্ষিত হয়েছে।
২০১৮ সালের নভেম্বর মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট কর্তৃক দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের জেলাসমূহে এদের আক্রমণ রেকর্ড করা হয়েছে।
পোকা চেনার উপায়ঃ
ফল আর্মিওয়ার্মের জীবনচক্রঃ
কীড়া অবস্থায় পোকাটির খাদ্য চাহিদা কম থাকে এবং এসময় তারা গাছের পাতা ও ফল খেয়ে থাকে। তবে জীবনচক্রের শেষ ধাপসমূহে এর খাদ্য চাহিদা ৫০ গুণ পর্যন্ত বৃদ্ধি পায়। পূর্নাঙ্গ পোকা ভুট্টা, আলু বা অন্যান্য ফসলের ক্ষেতে প্রায় ২০-১০০% পর্যন্ত ক্ষতি সাধন করে থাকে। তবে ভুট্টা ফসলে এর সর্বাধিক ক্ষতি পরিলক্ষিত হয়।
গ্রীষ্ম মৌসুমে এটি সারাদেশে বিশেষত; ভুট্টা আবাদকৃত অঞ্চলসমুহে ছড়িয়ে পড়তে পারে।
ফল আর্মি ওয়ার্ম নিয়ন্ত্রনে রাসায়নিক সমাধান হিসেবেঃ