গমের উড়চুঙ্গা পোকা (Field Cricket of Wheat)

ক্ষতিকর পোকামাকড়

পরিচিতিঃ

  • পূর্ণবয়স্ক পোকা ৫ সেমিঃ পর্যন্ত লম্বা। 
  • কালো বাদামি রঙের, মাথা সামনের দিকে চ্যাপ্টা, চোখগুলো বড়, লম্বা শুঙ্গ বিশিষ্ট যাহা বহুখণ্ডে বিভক্ত। 
  • পেছনের পা জোড়া বেশ মোটা ও লম্বা এবং পায়ে সারি সারি কাটা আছে।

ক্ষতির ধরণঃ

  • এই পোকা মাটিতে গর্ত করে গাছের গোড়া কেটে ক্ষতি করে। 
  • এরা দিনের বেলা গর্তে লুকিয়ে থাকে এবং সন্ধ্যার পর গর্ত হতে বের হয়ে চারা গাছের গোঁড়ার অংশ খায় ও গোড়া কেটে দেয়। 
  • এ পোকার আক্রমণের ফলে ক্ষেতের মাঝে মাঝে মরা গাছ দেখা যায়।

ক্ষতির ব্যপ্তিঃ


জৈবিক ও যান্ত্রিক পদ্ধতিতে দমনঃ

  • জমিতে প্লাবন সেচ দেওয়া। 
  • হাত জাল দিয়ে এই পোকা ধরে মেরে ফেলা।

রাসায়নিক পদ্ধতিতে দমনঃ

  • আক্রমনের মাত্রা বেশী হলে গুলী ৩ জি আর অথবা ব্রিফার ৫ জি প্রয়োগ করা। 
  • গুলী ৩ জি আর  এর প্রয়োগ মাত্রা প্রতি বিঘাতে ১.৩ কেজি। একর প্রতি ৪ কেজি। 
  • ব্রিফার ৫ জি এর প্রয়োগ মাত্রা প্রতি বিঘাতে ১.৩ কেজি। একর প্রতি ৪ কেজি।

সুপারিশকৃত পণ্য সমূহ

আমাদের ব্র্যান্ডসমূহ