গমের স্টিং বাগ পোকা (Stink Bug)

ক্ষতিকর পোকামাকড়

পরিচিতিঃ

  • বাদামি রঙের চেপ্টা আকৃতির পোকা। 
  • এ পোকা পূর্ণ বয়স্ক ও নিস্ফ উভয় অবস্থায় ক্ষতি করে।

ক্ষতির ধরণঃ

  • দুধ আসা অবস্থায় ক্ষতি বেশী করে ফলে গমের গায়ে দাগ হয়গম চিটা হয়

ক্ষতির ব্যপ্তিঃ


জৈবিক ও যান্ত্রিক পদ্ধতিতে দমনঃ

  • অতি বিলম্বে বা অতি অগ্রিম গম চাষ করবেন না। 
  • ক্ষেত আগাছা মুক্ত রাখুন। 
  • নিয়মিত মাঠ পরিদর্শন করে আক্রমণের শুরুতেই ব্যবস্থা নিন।

রাসায়নিক পদ্ধতিতে দমনঃ

  • এ পোকা দমনের জন্য- গোলা ৪৮ ই সি ১০ মিলি ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতক জমিতে স্প্রে করে প্রয়োগ করতে হবে। একর প্রতি মাত্রা ২০০ মিলি। 
  • অথবা এসিকার্ব ৮৫ ডব্লিউ পি ৩০ গ্রাম ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতক জমিতে স্প্রে করে প্রয়োগ করতে হবে। একর প্রতি মাত্রা ৬০০ গ্রাম।

সুপারিশকৃত পণ্য সমূহ

আমাদের ব্র্যান্ডসমূহ