গমের পাতার মরিচা রোগ (Leaf Rust)

রোগবালাই

পরিচিতিঃ

  • রোগের কারণ : Puccinia recondita ছত্রাক জীবাণু 
  • ফসলের যে পর্যায়ে আক্রমণ করে : বাড়ন্ত পর্যায়  
  • ফসলের যে অংশে আক্রমণ করে : কাণ্ড, পাতা 

ক্ষতির ধরণঃ

  • প্রথমে নীচের পাতাতে ছোট ছোট গোলাকার হলুদাভ দাগ পড়ে। 
  • পরবর্তীতে দাগ সমূহ মরিচার মত বাদামী বা কালচে রং এ পরিনত হয়। 
  • রোগের লক্ষণ প্রথমে নিচের পাতায় দেখা দেয় এবং ধীরে ধীরে সব পাতা ও কান্ডে দেখা দেয়।

ক্ষতির ব্যপ্তিঃ

অনুকূল পরিবেশ

  • আর্দ্র আবহাওয়া এবং ১০° থেকে ১৮° সেঃ উষ্ণতা বিরাজ করলে রোগের প্রাবল্য বেশি হয়

জৈবিক ও যান্ত্রিক পদ্ধতিতে দমনঃ

  • জমিতে থাকা পূর্বের ফসলের অবশিষ্টাংশ ভালোভাবে পুড়িয়ে নিতে হবে। 
  • রোগমুক্ত জমি হতে বীজ সংগ্রহ করুন। বীজশোধন করুন। 
  • ফসলের পরিত্যক্ত অংশ সংগ্রহ করে পুড়িয়ে ফেলুন। বিলম্বে গম বপন করবেন না। 
  • আক্রান্ত গাছ সংগ্রহ করে ধ্বংস করুন। আক্রান্ত পাতা অপসারণ করে মাটিতে পুতে ফেলুন বা পুড়িয়ে ফেলুন।

রাসায়নিক পদ্ধতিতে দমনঃ

  • এসিবিন ২৮ এস সি ১০ মি.লি. ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতক জমিতে স্প্রে করে প্রয়োগ করতে হবে। একর প্রতি মাত্রা ২০০ মিলি। 
  • ব্লাস্টিন ৭৫ ডব্লিউ ডি জি ৬ গ্রাম ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতক জমিতে স্প্রে করে প্রয়োগ করতে হবে। একর প্রতি মাত্রা ১২০ গ্রাম। 
  • অথবা ডিফার ৩০০ ই সি ৭.৫ মি.লি. ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতক জমিতে স্প্রে করে প্রয়োগ করতে হবে। একর প্রতি মাত্রা ১৫০ মি.লি.। 
  • ১০ দিন পরপর ২-৩ বার শেষ বিকেলে ফসলে স্প্রে করুন।

সুপারিশকৃত পণ্য সমূহ

আমাদের ব্র্যান্ডসমূহ