হোম
পরিচিতি
সংক্ষিপ্ত পরিচিতি
পরিচালনা পর্ষদ
আমাদের কার্যক্রম
উৎপাদন ব্যবস্থা
বিতরণ ব্যবস্থা
ব্র্যান্ডসমূহ
পণ্য ও সেবা
বালাইনাশক সমাধান
ফলন বর্ধক
বায়ো সমাধান
স্প্রে সার্ভিস ও ইকুইপমেন্ট
সারফ্যাকটেণ্ট
ছাদ বাগান সমাধান
ব্যবসায় সমূহ
ক্রপ কেয়ার
ফ্লোরা
বায়ো ক্রপ কেয়ার
ফ্লো মাস্টার
গ্রীন সল্যুশন
ফসল সুরক্ষা
ধান
অর্থকরী ফসল
ডাল জাতীয় ফসল
মসলা ফসল
ফুল ও ফল
দানাদার ফসল
তেল জাতীয় ফসল
সবজি ফসল
মিডিয়া
পুরষ্কার
ইভেন্ট
ডাউনলোড
কৃষি ও আমরা
যোগাযোগ
গমের পাতার মরিচা রোগ (Leaf Rust)
রোগবালাই
হোম
ফসল সুরক্ষার নির্দেশিকা- Crop Pest Solution
দানাদার ফসল
গমের পাতার মরিচা রোগ (Leaf Rust)
পরিচিতিঃ
রোগের কারণ :
Puccinia recondita
ছত্রাক জীবাণু
ফসলের যে পর্যায়ে আক্রমণ করে : বাড়ন্ত পর্যায়
ফসলের যে অংশে আক্রমণ করে : কাণ্ড, পাতা
ক্ষতির ধরণঃ
প্রথমে নীচের পাতাতে ছোট ছোট গোলাকার হলুদাভ দাগ পড়ে।
পরবর্তীতে দাগ সমূহ মরিচার মত বাদামী বা কালচে রং এ পরিনত হয়।
রোগের লক্ষণ প্রথমে নিচের পাতায় দেখা দেয় এবং ধীরে ধীরে সব পাতা ও কান্ডে দেখা দেয়।
ক্ষতির ব্যপ্তিঃ
1
অন্যান্য বিভাগসমূহ
ধান এর সম্পূর্ণ বালাই ব্যবস্থাপনা
অর্থকরী ফসল
ডাল জাতীয় ফসল
মসলা ফসল
ফল এর বালাই সমস্যা ও সমাধান
দানাদার ফসল
তেল জাতীয় ফসল
সবজি ফসল
অনুকূল পরিবেশ
আর্দ্র
আবহাওয়া
এবং
১০° থেকে
১৮°
সেঃ
উষ্ণতা
বিরাজ
করলে
রোগের
প্রাবল্য
বেশি
হয়
।
জৈবিক ও যান্ত্রিক পদ্ধতিতে দমনঃ
জমিতে থাকা পূর্বের ফসলের অবশিষ্টাংশ ভালোভাবে পুড়িয়ে নিতে হবে।
রোগমুক্ত জমি হতে বীজ সংগ্রহ করুন। বীজশোধন করুন।
ফসলের পরিত্যক্ত অংশ সংগ্রহ করে পুড়িয়ে ফেলুন। বিলম্বে গম বপন করবেন না।
আক্রান্ত গাছ সংগ্রহ করে ধ্বংস করুন। আক্রান্ত পাতা অপসারণ করে মাটিতে পুতে ফেলুন বা পুড়িয়ে ফেলুন।
রাসায়নিক পদ্ধতিতে দমনঃ
এসিবিন ২৮ এস সি ১০ মি.লি. ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতক জমিতে স্প্রে করে প্রয়োগ করতে হবে। একর প্রতি মাত্রা ২০০ মিলি।
ব্লাস্টিন ৭৫ ডব্লিউ ডি জি ৬ গ্রাম ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতক জমিতে স্প্রে করে প্রয়োগ করতে হবে। একর প্রতি মাত্রা ১২০ গ্রাম।
অথবা ডিফার ৩০০ ই সি ৭.৫ মি.লি. ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতক জমিতে স্প্রে করে প্রয়োগ করতে হবে। একর প্রতি মাত্রা ১৫০ মি.লি.।
১০ দিন পরপর ২-৩ বার শেষ বিকেলে ফসলে স্প্রে করুন।
সুপারিশকৃত পণ্য সমূহ
এসিবিন ২৮ এস সি
ব্লাস্টিন ডব্লিউ ডি জি
ডিফার ৩০০ ই সি
আমাদের ব্র্যান্ডসমূহ