গমের মাজরা পোকা (Stem Borer of Wheat)

ক্ষতিকর পোকামাকড়

পরিচিতিঃ

  • গোলাপী রঙের কীট

ক্ষতির ধরণঃ

  • এ পোকা গমের কুশি / মাইজ কেটে দেয়। 
  • আক্রান্ত কুশি হলুদ হতে থাকে এবং এক সময় মারা যায়।

ক্ষতির ব্যপ্তিঃ


জৈবিক ও যান্ত্রিক পদ্ধতিতে দমনঃ

  • চারা রোপনের পর ক্ষেতে কঞ্চি বা ডাল পুতে দিতে হবে। 
  • ডিমের গাদা সংগ্রহ করে নষ্ট করুন। 
  • আক্রান্ত কুশি সংগ্রহ করে ধ্বংস করা। 
  • আলোক ফাঁদের সাহায্যে পোকা মথ সংগ্রহ করে দমন করুন। 
  • হাত জাল দিয়ে পোকা দমন করুন। 
  • আমন ধান কাটার পর চাষ দিয়ে নাড়া মাটিতে মিশিয়ে বা পুড়িয়ে ফেলুন।

রাসায়নিক পদ্ধতিতে দমনঃ

  • এ পোকা দমনের জন্য ব্রিফার ৫ জি প্রতি বিঘা জমিতে ১.৩ কেজি প্রয়োগ করতে হবে। একর প্রতি মাত্রা ৪ কেজি। 
  • অথবা গুলি ৩ জি আর প্রতি বিঘা জমিতে ১.৩ কেজি প্রয়োগ করতে হবে। একর প্রতি মাত্রা ৪ কেজি। 
  • অথবা রিলোড ১৮ এস সি ৫ মিলি ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতক জমিতে স্প্রে করে প্রয়োগ করতে হবে। একর প্রতি মাত্রা ১০০ মিলি। 
  • অথবা কেয়ার ৫০ এস পি ২৪ গ্রাম ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতক জমিতে স্প্রে করে প্রয়োগ করতে হবে। একর প্রতি মাত্রা ৪৮০ গ্রাম।

সুপারিশকৃত পণ্য সমূহ

আমাদের ব্র্যান্ডসমূহ