গমের লুজ স্মাট বা ঝুল রোগ (Loose smut)

রোগবালাই

পরিচিতিঃ

  • Ustilago tritici নামক ছত্রাকের আক্রমণে এই রোগ হয়। 
  • ফসলের যে পর্যায়ে আক্রমণ করে : শীষ অবস্থা  
  • ফসলের যে অংশে আক্রমণ করে : ফুল , বীজ 

ক্ষতির ধরণঃ

  • এ রোগের আক্রমণে গমের শীষে কালো বর্ণের প্রচুর পরিমাণে পাউডারের মত বস্তু দেখা যায়। 
  • আক্রমণ বেশি হলে গমের দানাগুলো ঝড়ে যায় এবং শীষটি গমশুন্য দন্ডে পরিনত হয়।

ক্ষতির ব্যপ্তিঃ

অনুকূল পরিবেশ

  • পরাগ-সংযোগসাধনের (pollination) সময় ঠান্ডা আবহাওয়া অল্পবিস্তর বৃষ্টি এই রোগ সংক্রমণের জন্য খুবই উপযোগী

জৈবিক ও যান্ত্রিক পদ্ধতিতে দমনঃ

  • রোগমুক্ত জমি হতে বীজ সংগ্রহ করুন। বীজশোধন করুন। ফসলের পরিত্যক্ত অংশ সংগ্রহ করে পুড়িয়ে ফেলুন। 
  • আক্রান্ত গাছ সংগ্রহ করে ধ্বংস করুন। আক্রান্ত পাতা অপসারণ করে মাটিতে পুতে ফেলুন বা পুড়িয়ে ফেলুন।

রাসায়নিক পদ্ধতিতে দমনঃ

  • ডিফার ৩০০ ই সি ৭.৫ মি.লি. ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতক জমিতে স্প্রে করে প্রয়োগ করতে হবে। একর প্রতি মাত্রা ১৫০ মি.লি.। 
  • অথবা প্রাউড ২৫ ই সি ২০ মি.লি. ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতক জমিতে স্প্রে করে প্রয়োগ করতে হবে। একর প্রতি মাত্রা ৪০০ মি.লি.। 
  • ১০ দিন পরপর ২-৩ বার শেষ বিকেলে ফসলে স্প্রে করুন।

সুপারিশকৃত পণ্য সমূহ

আমাদের ব্র্যান্ডসমূহ