মুগের হলদে মোজাইক ভাইরাস রোগ (Yellow Mosaic)

রোগবালাই

placeholder

পরিচিতিঃ

  • রোগের কারণ : ভাইরাস
  • ফসলের যে পর্যায়ে আক্রমণ করে: চারা, পূর্ণ বয়স্ক
  • ফসলের যে অংশে আক্রমণ করে: পাতা

ক্ষতির ধরণঃ

  • আক্রান্ত পাতার উপর হলদে -সবুজ ছোপ ছোপ দাগ পড়ে।
  • সাধারণত কচি পাতা প্রথমে আক্রান্ত হয়। আক্রমন বেশি হলে পুরো পাতা হলুদ হয়ে ঝরে যেতে পারে।

ক্ষতির ব্যপ্তিঃ

অনুকূল পরিবেশ

বিকল্প পোষক ও সাদা মাছির আধিক্যতে এ রোগ দ্রুত বিস্তারে সহায়ক।


জৈবিক ও যান্ত্রিক পদ্ধতিতে দমনঃ

  • রোগ দেখা দেয়ার সাথে সাথেই আক্রান্ত গাছ তুলে পুড়িয়ে ফেলতে হবে অথবা মাটিতে পুতে ফেলতে হবে। আক্রান্ত বীজ ও বাতাসের মাধ্যমে এ রোগ ছড়িয়ে পড়ে।
  • সাদা মাছি এ রোগের বাহক হিসেবে কাজ করে। আধাভাঙ্গা নিমবীজের পানি (১ লিটার পানিতে ৫০ গ্রাম নিমবীজ ভেঙ্গে ১২ ঘন্টা ভিজিয়ে রেখে ছেঁকে নিতে হবে) আক্রান্ত গাছে ১০ দিন পর পর ৩ বার স্প্রে করলে পোকা নিয়ন্ত্রন করা যায়।
  • এছাড়াও তামাকের গুড়া (১০ গ্রাম), সাবানের গুড়া (৫ গ্রাম) ও নিমের পাতার রস প্রতি লিটার পানিতে মিশিয়ে ব্যবহার করা যায়।

রাসায়নিক পদ্ধতিতে দমনঃ

সাদা মাছি এ রোগের বাহক, এ পোকা দমনে টিডো ২০ এস এল, ৫ মি.লি. ১০ লিটার পানিতে মিশিয়ে ১০ দিন পর পর ২-৩ বার স্প্রে করুন। একর প্রতি মাত্রা ১০০ মি.লি.।

সুপারিশকৃত পণ্য সমূহ

আমাদের ব্র্যান্ডসমূহ