ছোলার ঢলে পড়া রোগ (Wilting)

রোগবালাই

পরিচিতিঃ

ছত্রাকের আক্রমণে এ রোগ হয়ে থাকে।

ক্ষতির ধরণঃ

  • চারা অবস্থায় এ রোগে আক্রান্ত গাছ ঢলে পরে মারা যায় এবং পাতার রং এর কোন পরিবর্তন হয় না।
  • বয়স্ক গাছ আক্রান্ত হলে পাতা ধীরে ধীরে হলদে রং ধারণ করে।
  • আক্রান্ত গাছ ঢলে পড়ে ও শুকিয়ে যায়।
  • লম্বালম্বিভাবে কাটলে কান্ডের মাঝখানের অংশ কালো দেখা যায়।

ক্ষতির ব্যপ্তিঃ


জৈবিক ও যান্ত্রিক পদ্ধতিতে দমনঃ

  • পর্যাপ্ত জৈব সার ব্যবহার করতে হবে। রোগমুক্ত বীজ ব্যবহার করতে হবে।
  • রোগ প্রতিরোধী জাত বারি ছোলা-৩ ও ৪ এর চাষ করা যায়।
  • আক্রান্ত ক্ষেত থেকে বীজ সংগ্রহ করা যাবে না।

রাসায়নিক পদ্ধতিতে দমনঃ

প্রাউড ১০ ই সি, ১০ মিলি/প্রতি ১০ লিটার পানিতে ৫ শতাংশ জমিতে প্রয়োগ করতে হবে।

সুপারিশকৃত পণ্য সমূহ

আমাদের ব্র্যান্ডসমূহ