মাসকলাইয়ের কান্ডের মাছিগ (Stem Fly)

ক্ষতিকর পোকামাকড়

পরিচিতিঃ

  • এ পোকা দেখতে খুবই ছোট (প্রায় ৩ মিলিমিটার)।
  • আকারে সাধারণ মাছির চারভাগের একভাগ।
  • লাল রঙের চোখযুক্ত উজ্জ্বল কালো রঙের মাছি।

ক্ষতির ধরণঃ

  • গাছের কাণ্ড ও উপরের পাতাগুলো হলুদ হয়ে নেতিয়ে পড়ে।
  • আক্রমণের মাত্রা বেশি হলে চারা গাছ মরে ফসলের অনেক ক্ষতি হয়।

ক্ষতির ব্যপ্তিঃ


জৈবিক ও যান্ত্রিক পদ্ধতিতে দমনঃ

  • আগের ফসলের নাড়া বা অবশিষ্ট অংশ ভালভাবে ধ্বংস করা।
  • আগাছা, মরা পাতা ও আবর্জনা পরিষ্কার করতে হবে।
  • নিয়মিত ফসল পর্যবেক্ষন করতে হবে।
  • ফেরোমন ফাঁদ ব্যবহার করে দমন করা যায়।

রাসায়নিক পদ্ধতিতে দমনঃ

  • কট্‌ ১০ইসি,১০মি.লি. প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে প্রতি ৫ শতাংশ জমিতে ভালভাবে স্প্রে করতে হবে।
  • ১০-১২ দিন পরপর ২/৩ বার স্প্রে করতে হবে।

সুপারিশকৃত পণ্য সমূহ

আমাদের ব্র্যান্ডসমূহ