মসুরের গোড়া পচা রোগ (Foot Rot)

রোগবালাই

পরিচিতিঃ

  • ছত্রাকের আক্রমণে এ রোগ হয়ে থাকে।
  • ফসলের যে পর্যায়ে আক্রমণ করে: বাড়ন্ত পর্যায়, ফলের বাড়ন্ত পর্যায়
  • ফসলের যে অংশে আক্রমণ করে : কান্ডের গোঁড়ায়।

ক্ষতির ধরণঃ

  • আক্রান্ত গাছ হলুদ রঙ ধারণ করে, গাছের গোড়ায় পচন ধরে, শিকড় নষ্ট হয়ে যায়।
  • পরে গাছ ঢলে পরে শুকিয়ে যায়।

ক্ষতির ব্যপ্তিঃ


জৈবিক ও যান্ত্রিক পদ্ধতিতে দমনঃ

  • ফসলের অবশিষ্টাংশ নষ্টকরণ। পর্যাপ্ত জৈবসার ব্যবহার করা। আগের ফসলের অবশিষ্টাংশ পুড়িয়ে ফেলুন। মাটি শোধন করুন।
  • এ রোগের সম্ভাবনা থাকলে সেচ দেয়া যাবে না। জমিতে পানি নিকাষের ব্যবস্থা রাখতে হবে। 

রাসায়নিক পদ্ধতিতে দমনঃ

  • বীজ শোধনের জন্য- প্রতি লিটার পানিতে ২ গ্রাম হারে এমকোজিম ৫০ ডব্লিউ পি মিশিয়ে বপনের আগে ৩০ মিনিট ধরে বীজ শোধন করে নিতে হবে।
  • আক্রমণ বেশী হলে- নিউবেন ৭২ ডব্লিউ পি ২০ গ্রাম প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতাংশ জমিতে প্রয়োগ করতে হবে। একর প্রতি মাত্রা ৪০০ গ্রাম।

সুপারিশকৃত পণ্য সমূহ

আমাদের ব্র্যান্ডসমূহ