মসুরের ফল ছিদ্রকারী পোকা (Lentil Fruit Borer)

ক্ষতিকর পোকামাকড়

placeholder

পরিচিতিঃ

  • কচি পাতা, ফুল ও ডগা কীড়ায় আক্রমণ করে।
  • ফল বাড়ার সময়ে কীড়া ফল ছিদ্র করে নরম অংশ খায়।

ক্ষতির ধরণঃ

প্রথম দিকে গাছের কচি ডগা খেয়ে ফেলে, ফল আসলে ফলের ভেতর ঢুকে বীজ খেয়ে ফেলে।

ক্ষতির ব্যপ্তিঃ

অনুকূল পরিবেশ

আক্রমণের পর্যায়: শুরুতে, কুশি, বাড়ন্ত পর্যায়, ফলের বাড়ন্ত পর্যায়।


জৈবিক ও যান্ত্রিক পদ্ধতিতে দমনঃ

১ লিটার পানিতে ৫০ গ্রাম আধাভাঙ্গা নিমবীজ ১২ ঘন্টা ভিজিয়ে রেখে, ছেঁকে আক্রান্ত গাছে ১০ দিন পর পর ৩ বার স্প্রে করলে এই পোকা নিয়ন্ত্রন করা যায়।

রাসায়নিক পদ্ধতিতে দমনঃ

  • আক্রমণ বেশি হলে- এসিমিক্স ৫৫ ই সি ১০ মিলি, ১০ লিটার পানিতে মিশিয়ে প্রতি ৫ শতাংশ জমিতে ভালভাবে স্প্রে করতে হবে।
  • অথবা প্রোটেক্ট ৫০ এস জি ১০ গ্রাম, ১০ লিটার পানিতে মিশিয়ে প্রতি ৫ শতাংশ জমিতে ভালভাবে স্প্রে করতে হবে।
  • ১০-১২ দিন পরপর ২/৩ বার।

সুপারিশকৃত পণ্য সমূহ

আমাদের ব্র্যান্ডসমূহ