মুগের বিছা পোকা (Hairy Caterpillar)

ক্ষতিকর পোকামাকড়

পরিচিতিঃ

  • পূর্ণ বয়স্ক মথ মাঝারি হালকা হলুদ রঙের ও পাখায় কালো দাগ থাকে।
  • কীড়া দেখতে কমলা রঙের, ৬-৮ ইঞ্চি লম্বা।
  • কীড়া বড় হয়ে সমস্ত জমিতে ছড়িয়ে পড়ে।

ক্ষতির ধরণঃ

  • ডিম থেকে কীড়া বের হয়ে পাতায় একসাথে গাদা করে থাকে এবং সবুজ অংশ খেয়ে পাতাকে জালের মতো করে ফেলে।
  • কয়েকদিনের মধ্যেই সম্পূর্ণ ক্ষেতে এই পোকা ছড়িয়ে পড়ে এবং বড় বড় ছিদ্র করে পাতা খেয়ে ফেলে।

ক্ষতির ব্যপ্তিঃ

অনুকূল পরিবেশ

ফল বড় হওয়ার সময় আক্রমন বেশী হয়।


জৈবিক ও যান্ত্রিক পদ্ধতিতে দমনঃ

  • মাঠের চারিদিকে নালা তৈরি করে তারমধ্যে কেরোসিন পানি মিশিয়ে রেখে এদের চলাচলে বাধা দেয়া যায়।

রাসায়নিক পদ্ধতিতে দমনঃ

  • আক্রমণ বেশি হলে- প্রোটেক্ট ৫০ এস জি ৪ গ্রাম প্রতি ১০ লিটার পানির সাথে মিশিয়ে ৫ শতাংশ জমিতে প্রয়োগ করতে হবে। একর প্রতি মাত্রা ৮০ গ্রাম।
  • অথবা এসিপ্রিড প্লাস ৯৫ এস পি ৩ গ্রাম প্রতি ১০ লিটার পানির সাথে মিশিয়ে ৫ শতাংশ জমিতে প্রয়োগ করতে হবে।একর প্রতি মাত্রা ৬০ গ্রাম।
  • ১৫ দিন অন্তর ২-৩ বার গাছে স্প্রে করতে হবে।

সুপারিশকৃত পণ্য সমূহ

আমাদের ব্র্যান্ডসমূহ