ছোলার ক্যাটারপিলার পোকা (Caterpillar Of Chickpea)

ক্ষতিকর পোকামাকড়

placeholder

পরিচিতিঃ

ক্ষতির ধরণঃ

  • ডিম থেকে কীড়া বের হয়ে পাতায় একত্রে গাদা করে থাকে এবং পাতার সবুজ অংশ খেয়ে বড় হতে থাকে।
  • এভাবে খাওয়ার ফলে পাতা জালের মত হয়ে যায় এবং পাতায় অনেক কীড়া দেখতে পাওয়া যায় ।

ক্ষতির ব্যপ্তিঃ


জৈবিক ও যান্ত্রিক পদ্ধতিতে দমনঃ

  • প্রাথমিক অবস্থায় কীড়াসহ আক্রান্ত অংশ ছিড়ে নিয়ে পা দিয়ে পিষে পোকা মেরে ফেলতে হবে।
  • ছড়িযে পড়া বড় কীড়াগুলোকে ধরে ধরে মেরে ফেলতে হবে।
  • এভাবে অতি সহজেই এ পোকা দমন করা যায়।
  • সম্ভব হলে জমিতে ফেরোমন ফাঁদ পাততে হবে।

রাসায়নিক পদ্ধতিতে দমনঃ

  • আক্রমণ বেশি হলে কট্‌ ১০ ই সি, প্রতি ১০ লিটার পানির সাথে ১০ মিলি হারে মিশিয়ে ১৫ দিন অন্তর ২-৩ বার গাছে স্প্রে করতে হবে।

সুপারিশকৃত পণ্য সমূহ

আমাদের ব্র্যান্ডসমূহ