আলুর স্ক্যাব বা দাদ রোগ (Scab of Potato)

রোগবালাই

placeholder

পরিচিতিঃ

  • Streptomyces scabies নামক জীবানু দ্বারা স্ক্যাব রোগ হয়।
  • ফসলের বাড়ন্ত পর্যায়ে আক্রমণ করে।
  • স্ক্যাব রোগ শুধুমাত্র আলুতেই হয়ে থাকে।

ক্ষতির ধরণঃ

  • হালকা দাদ হলে টিউবারের উপরে উঁচু এবং ভাসা বিভিন্ন আকারের বাদামী দাগ পড়ে।
  • রোগের তীব্রতা বৃদ্ধি পেলে টিউবারের গায়ে গোলাকার গর্ত বা ডাবা ডাবা পরে।
  • রোগের আক্রমণ সাধারণত ত্বকেই সীমাবদ্ধ থাকে।

ক্ষতির ব্যপ্তিঃ

অনুকূল পরিবেশ

  • স্ক্যাব-জীবাণু ২০°-২২° সেঃ উষ্ণ আবহাওয়ায় অনেকদিন বাঁচে।
  • যে জমিতে অম্লত্ব কম (৫.২-৮.০) সেই জমিতে এই রোগ খুব বেশি হয়।
  • জমিতে চুন অথবা চুনজাতীয় সার ব্যবহার করিলে মাটির অম্লত্ব কমিয়া যায় এবং রোগ বৃদ্ধি পায়।

জৈবিক ও যান্ত্রিক পদ্ধতিতে দমনঃ

  • রোগমুক্ত ভালো বীজ ব্যবহার করা।
  • জমিতে মাটি পরীক্ষায় সুপারিশকৃত ইউরিয়ার বেশি ব্যবহার না করা ও বোরন সার ব্যবহার করা।
  • জমিতে হেক্টর প্রতি ১২০ কেজি জিপসাম ব্যবহার করা।

রাসায়নিক পদ্ধতিতে দমনঃ

  • আলুর দাদ রোগ দমনের জন্য- এক্সট্রামিল ৭২০ ডব্লিউ পি ২০ গ্রাম প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতক জমিতে স্প্রে করতে হবে।
  • অথবা নিউবেন ৭২ ডব্লিউ পি ২০ গ্রাম প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতক জমিতে স্প্রে করতে হবে।
  • অথবা প্রাউড ২৫ ই সি ১০ মিলি প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতক জমিতে স্প্রে করতে হবে।

সুপারিশকৃত পণ্য সমূহ

আমাদের ব্র্যান্ডসমূহ