বেগুনের ফমপসিস ব্লাইড (Phomopsis Blight)

রোগবালাই

placeholder

পরিচিতিঃ

  • Phomopsis vexans নামক ছত্রাকের আক্রমনে এ রোগ হয়।
  • এই রোগ বেগুনের মড়ক রোগ নামেও পরিচিত।
  • যতদুর জানা যায় এই ছত্রাক অন্য কোনো গাছকে আক্রমন করে না।
  • ফসলের যে পর্যায়ে আক্রমণ করে : বাড়ন্ত পর্যায়, চারা, ফলের বাড়ন্ত পর্যায়
  • ফসলের যে অংশে আক্রমণ করে : কাণ্ড, ফল

ক্ষতির ধরণঃ

  • চারা গাছের কান্ডের গোড়ার দিকে বাদামি ক্ষত দেখা যায় ও গাছ বড় হলে ফলের গায়ে হালকা বাদামি ক্ষত দেখা যায়।
  • প্রথমে মাটি বরাবর গাছের গোড়ায় প্রথমে সবুজাভ জলবসা দাগ দেখা যায়।
  • এই দাগ কান্ডকে ঘিরে ফেলে। এরপর গাছ নেতিয়ে পড়ে ও গাছ মারা যায়।
  • ফলন্ত গাছে আক্রমণ হলে ফল পঁচে যায়।

 

ক্ষতির ব্যপ্তিঃ

অনুকূল পরিবেশ

  • Phomopsis বীজে এবং আক্রান্ত গাছে পরিত্যক্ত অংশসমূহে বছরের পর বছর বাঁচিয়া থাকে।
  • ছত্রাক ২১°-৩২° সেঃ উষ্ণতায় এবং অপেক্ষাকৃত স্যাঁতসেঁতে আবহাওয়ায় খুব দ্রুত বৃদ্ধি পায়।

জৈবিক ও যান্ত্রিক পদ্ধতিতে দমনঃ

  • আক্রান্ত ফল ও গাছ গোড়ার মাটিসহ তুলে পুড়িয়ে বা অন্যত্র বিনষ্ট করে ফেলুন।
  • সেচ/বৃষ্টির পর গাছের গোড়ার মাটি আলগা করে দিন।
  • ফসল সংগ্রহের পর সমস্থ গাছ ও জমি পুড়িয়ে রোগের জীবাণু নষ্ট করুন।

 

রাসায়নিক পদ্ধতিতে দমনঃ

  • রোগ দেখা দিলে- প্রাউড ২৫ ই সি ১০ মিলি প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতক জমিতে স্প্রে করতে হবে।
  • আক্রমণ বেশি হলে- ডিফার ৩০০ ই সি ৭.৫ মিলি প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতক জমিতে স্প্রে করতে হবে। ১০ দিন পরপর ৩ বার শেষ বিকেলে স্প্রে করতে হবে।

সুপারিশকৃত পণ্য সমূহ

আমাদের ব্র্যান্ডসমূহ