টমেটোর পাতা সুড়ঙ্গকারী পোকা (Tomato Leafminer)

ক্ষতিকর পোকামাকড়

placeholder

পরিচিতিঃ

  • এ পোকার কীড়া ছোট আকারের, দেখতে হলদে থেকে হালকা সবুজ রঙের। মাথা বাদামী রঙের্। 
  • পূর্ণবয়ষ্ক কীড়া ৫-৬ মিলিমিটার লম্বা হয়। পূর্ণাঙ্গ পোকা বাদামী রঙের এবং আকারে খুবই ছোট। 

ক্ষতির ধরণঃ

  • এ পোকার ক্ষুদ্র কীড়া পাতা ছিদ্র করে পাতার দুই পর্দার মাঝের সবুজ অংশ আঁকাবাঁকা সুড়ঙ্গ করে খায়।  
  • ফলে পাতার আক্রান্ত অংশটুকু স্বচ্ছ পর্দার মত দেখায় এবং পাতা ফ্যাকাশে বর্ণের হয়ে যায়। বয়স্ক পাতায় আক্রমণ হলে বাদামী ছোপ ছোপ দাগ দেখা যায়। 
  • আক্রমণ বেশি হলে পাতা শুকিয়ে ঝরে পড়ে এবং ফলন খুব কম হয়। 

ক্ষতির ব্যপ্তিঃ


জৈবিক ও যান্ত্রিক পদ্ধতিতে দমনঃ

  • পোকার কীড়া দেখামাত্রই হাতেনাতে মেরে ফেলতে হবে। 
  • আক্রান্ত পাতা সংগ্রহ করে ধ্বংস করতে হবে। 
  • এ সি আই স্টিকি ট্র্যাপ ব্যবহার করা। 

রাসায়নিক পদ্ধতিতে দমনঃ

  • ল্যামিক্স ২৪.৭ এস সি ১০ মিলি প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতাংশ জমিতে স্প্রে করতে হবে। 
  • অথবা ফাইটার ২.৫ ই সি ১৫ মিলি প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতাংশ জমিতে স্প্রে করতে হবে।  
  • অথবা এসিমিক্স ৫৫ ই সি ২০ মিলি প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতাংশ জমিতে স্প্রে করতে হবে। 
  • অথবা গোলা ৪৮ ই সি ১০ মিলি প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতক জমিতে স্প্রে করতে হবে। 

সুপারিশকৃত পণ্য সমূহ

আমাদের ব্র্যান্ডসমূহ