মিষ্টি কুমড়ার পাউডারী মিলডিউ রোগ (Powdery Mildew of cucurbits)

রোগবালাই

placeholder

পরিচিতিঃ

  • Erysiphae cichoracearum নামক ছত্রাকের আক্রমনে এ রোগ হয়।
  • ফসলের যে পর্যায়ে আক্রমণ করে : বাড়ন্ত পর্যায়
  • ফসলের যে অংশে আক্রমণ করে : পাতা

 

ক্ষতির ধরণঃ

  • পাতা ও গাছের গায়ে সাদা পাউডারের মত দাগ দেখা যায়, যা ধীরে ধীরে সমস্ত পাতায় ছড়িয়ে পড়ে।
  • আক্রান্ত বেশী হলে পাতা হলুদ বা কালো হয়ে মারা যায়।

ক্ষতির ব্যপ্তিঃ

অনুকূল পরিবেশ

  • এ রোগ তুলনামূলক উষ্ণ ও শুষ্ক এলাকায় বেশী দেখা যায়।

জৈবিক ও যান্ত্রিক পদ্ধতিতে দমনঃ

  • আক্রান্ত গাছের পরিত্যক্ত অংশ সংগ্রহ করে নষ্ট করা।
  • সুষম সার ব্যবহার করা
  • রোগ প্রতিরোধী জাত চাষ করা
  • আক্রান্ত গাছ থেকে বীজ সংগ্রহ করবেন না

রাসায়নিক পদ্ধতিতে দমনঃ

  • পূর্ব প্রস্তুতির জন্য চারা অবস্থায়- এমকোজিম ৫০ ডব্লিউ পি ২০ গ্রাম প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতক জমিতে স্প্রে করতে হবে।
  • রোগ দেখা দিলে- মিটপ ৬০ ডব্লিউ জি ১৫ গ্রাম প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতক জমিতে স্প্রে করতে হবে।
  • অথবা নিউবেন ৭২ ডব্লিউ পি ২০ গ্রাম প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতক জমিতে স্প্রে করতে হবে।
  • অথবা কেমামিক্স ৭৫০ ডব্লিউ পি ২০ গ্রাম প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতক জমিতে স্প্রে করতে হবে।
  • অথবা ব্লাস্টিন ৭৫ ডব্লিউ ডি জি ৫ গ্রাম প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতক জমিতে স্প্রে করতে হবে।

সুপারিশকৃত পণ্য সমূহ

আমাদের ব্র্যান্ডসমূহ