জাব পোকার প্রজাতির মধ্যে মাইজাস পারসিকি নামক প্রজাতি ভাইরাস রোগ ছড়িয়ে বীজের মান নষ্ট করে।
- পোকার রঙ সবুজ, তবে বাদামী বর্ণের জাব পোকাও দেখা যায়।
- জাবপোকা জরায়ুর মধ্যে বাচ্চা ধারণ করে এবং প্রসব করে। একটি স্ত্রী জাবপোকা ২৬-১৩৩ টি নিম্ফ বা বাচ্চা জন্ম দিতে পাড়ে।
- জাবপোকা সরাসরি ডগা ও পাতা থেকে রস চুষে খায়। এর পরে পাতা বিবর্ণ হয়ে ঢলে পড়ে বা বিকৃত হয়ে যায়।
- জাব পোকা আলু গাছের সরাসরি ক্ষতি ছাড়াও পরোক্ষভাবে বিভিন্ন ভাইরাস রোগ সৃষ্টিতে বাহক হিসাবে কাজ করে।
- পোকার দেহের ভিতরের ভাইরাস কণিকা গাছের রস চুষার সময় লালা বা বংশ পরম্পরায় বাচ্চা প্রসব করলে সে বাচ্চাও ভাইরাস জীবাণু বহন করে।