Pseudomonas solanacearum নামক ব্যাকটেরিয়ার আক্রমণে এ রোগ হয়।
গাছের যেকোন বয়সে এ রোগ দেখা যায়।
ব্যাকটেরিয়া জীবাণু আক্রমণ করলে গাছ হঠাৎ ঢলে পড়ে।
ফসলের চারা ও বাড়ন্ত পর্যায়ে আক্রমন করে।
ক্ষতির ধরণঃ
কান্ডের মাটি বরাবর গোড়া পানসে দাগ দেখা দেয় পরে তা গাঢ রঙ ধারণ করে।
গাছ দুপুরের দিকে পাতা ঝিমিয়ে আসে। আস্তে আস্তে সম্পূর্ণ গাছ ঢলে পড়ে ও শেষে মারা যায়।
আক্রান্ত গাছের গোড়ার প্রায় ২ ইঞ্চি ডাল কেটে পানিতে ৫-১০ মিনিট ভিজিয়ে রাখলে ব্যাকটেরিয়া হতে সাদা কষের মত তরল পদার্থ (ব্যাক্টেরিয়াল উজ) বেরিয়ে আসে, যাতে পানির রং সাদা হয়ে যায়।