শিমের এনথ্রাকনোজ রোগ (Anthracnose of Bean)

রোগবালাই

placeholder

পরিচিতিঃ

  • Collettorichum lindemuthianum নামক ছত্রাকের আক্রমনে এ রোগ হয়।
  • ফসলের যে পর্যায়ে আক্রমণ করে : বাড়ন্ত পর্যায়, ফলের বাড়ন্ত পর্যায়
  • ফসলের যে অংশে আক্রমণ করে : কাণ্ড, পাতা, ফল

ক্ষতির ধরণঃ

  • এতে পাতায় ও ফলে বাদামি বা কালো দাগ দেখা যায়।

ক্ষতির ব্যপ্তিঃ

অনুকূল পরিবেশ

  • ছত্রাকের অনুপ্রবেশের জন্য শতকরা ৯২ ভাগের বেশি আপেক্ষিক আর্দ্রতার প্রয়োজন এবং ২১°-২৩° সেঃ উষ্ণতায় ইহা খুব দ্রুত বৃদ্ধি পায়।
  • ঘন ঘন বৃষ্টি হইলে রোগের প্রকোপ বেশি হয়।

জৈবিক ও যান্ত্রিক পদ্ধতিতে দমনঃ

  • রোগমুক্ত গাছ থেকে বীজ সংগ্রহ করুন।
  • রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন জাত ব্যবহার করুন।
  • বীজশোধন করুন।
  • আক্রান্ত ফল, পাতা ও ডগা অপসারণ করুন।

রাসায়নিক পদ্ধতিতে দমনঃ

  • এসিবিন ২৮ এস সি ৫ মিলি প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতক জমিতে শেষ বিকেলে স্প্রে করতে হবে।
  • অথবা কেমামিক্স ৭৫০ ডব্লিউ পি ২০ গ্রাম প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতক জমিতে শেষ বিকেলে স্প্রে করতে হবে।
  • অথবা ব্লাস্টিন ৭৫ ডব্লিউ ডি জি ৫ গ্রাম প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতক জমিতে শেষ বিকেলে স্প্রে করতে হবে।

সুপারিশকৃত পণ্য সমূহ

আমাদের ব্র্যান্ডসমূহ