আলুর কাটুই পোকা (Potato Cut Worm)

ক্ষতিকর পোকামাকড়

পরিচিতিঃ

  • কাটুই পোকা বেশ শক্তিশালী, ৪০-৫০ মিলিমিটার লম্বা। 
  • পোকার উপর পিঠ কালচে বাদামী বর্ণের, পার্শ্বদেশ কালো রেখাযুক্ত এবং বর্ণ ধূসর সবুজ। 
  • শরীর নরম ও তৈলাক্ত। 

ক্ষতির ধরণঃ

  • রাতে চারার গোড়া কেটে ফেলে। চারা ঢলে পড়ে অথবা শুকিয়ে মারা যেতে পারে। 
  • ডিম ফুটে বের হয়ে কীড়া পাতার বাইরের ত্বক অংশ খেয়ে থাকে। 

ক্ষতির ব্যপ্তিঃ

অনুকূল পরিবেশ

  • আলু গাছ লাগানোর ২০-২৫ দিন বয়সে চারা অবস্থাতেই কাটুই পোকা আক্রমণ করে। 
  • দিনের বেলায় এই পোকা মাটির নীচে বা আবর্জনার ভিতরে লুকিয়ে থাকে এবং রাতে চারাগাছের কাণ্ড কেটে দেয় ও পাতা খেয়ে ফেলে। 
  • এছাড়া বীজ রোপণের ৪০-৫০ দিন পরে আলু গজানোর পরও কাটুই পোকা আলুর ক্ষতি করতে পারে। 
  • এমনকি আলু তোলার আগ পর্যন্ত এই পোকার আক্রমণ হতে পারে। 

জৈবিক ও যান্ত্রিক পদ্ধতিতে দমনঃ

  • সকাল বেলা আক্রান্ত চারার আশে পাশে মাটি খুরে পোকা বের করে মেরে ফেলা। 
  • পাখি বসার জন্য ক্ষেতে ডালপালা পুঁতে দেয়া। 
  • রাতের বেলায় ক্ষেতের মাঝে মাঝে আবর্জনা জড়ো করে রাখলে তার নিচে কীড়া এসে জমা হবে, সকালে সেগুলোকে মেরে ফেলা। 
  • ক্ষেতের মাটি আলগা করে দেওয়া। 
  • এ পোকা নিশাচর, রাতের বেলায় সক্রিয় থাকে তাই রাতে-রাতে টর্চ দিয়ে খুজে খুজে পোকা মেরে ফেলা। 
  • ফিলিতে সঠিকভাবে মাটি তুলে দিতে হবে যাতে বর্ধনরত আলুর কন্দ দেখা না যায়। 

রাসায়নিক পদ্ধতিতে দমনঃ

  • গোলা ৪৮ ই সি ৬৯ মিলি প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতাংশ জমিতে স্প্রে করতে হবে। 
  • অথবা ফাইটার ২.৫ ই সি ১৫ মিলি প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতাংশ জমিতে স্প্রে করতে হবে।  
  • অথবা কেয়ার ৫০ এস পি ৩০ গ্রাম প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতাংশ জমিতে স্প্রে করতে হবে। 
  • স্প্রে করার সময় মাটিসহ ভালভাবে ভিজিয়ে স্প্রে করতে হবে। 

সুপারিশকৃত পণ্য সমূহ

আমাদের ব্র্যান্ডসমূহ