সয়াবিনের উইল্ট রোগ (Wilt Of Soybean)

রোগবালাই

পরিচিতিঃ

  • Fusarium oxysporum ছত্রাকের আক্রমণে এ রোগ হয়। 
  • ফসলের যে পর্যায়ে আক্রমণ করে : বাড়ন্ত পর্যায়, চারা, পূর্ণ বয়স্ক 
  • ফসলের যে অংশে আক্রমণ করে : পাতা, কান্ডের গোঁড়ায় 

ক্ষতির ধরণঃ

  • পাতাগুলো আস্তে আস্তে হলুদ হয়ে যায়। 
  • গাছ মরে যেতে দেখা যায়। গাছের গোড়ায় পচা টিস্যু দেখা যায়। 

ক্ষতির ব্যপ্তিঃ


জৈবিক ও যান্ত্রিক পদ্ধতিতে দমনঃ

  • ফসল সংগ্রহের পর পরিত্যাক্ত অংশ পুড়িয়ে ফেলুন। 
  • কয়েকবার দানাদার ফসলের চাষ করে পরবর্তীতে সয়াবিনের চাষ করুন। 
  • পানি নিস্কাশনের সুব্যবস্থা করুন। 

রাসায়নিক পদ্ধতিতে দমনঃ

  • আক্রমণ দেখা দিলে- রোভানন ৫০ ডব্লিউ পি ২০ গ্রাম ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতাংশ জমিতে ভালভাবে স্প্রে করতে হবে। একর প্রতি মাত্রা ৪০০ গ্রাম। 
  • মাটিসহ গাছ ভিজিয়ে স্প্রে করতে হবে। 

সুপারিশকৃত পণ্য সমূহ

আমাদের ব্র্যান্ডসমূহ