সয়াবিনের মোজাইক রোগ (Soybean Mosaic Virus)

রোগবালাই

পরিচিতিঃ

  • রোগের কারণ : ভাইরাস 
  • ফসলের যে পর্যায়ে আক্রমণ করে : বাড়ন্ত পর্যায়, চারা, পূর্ণ বয়স্ক 
  • ফসলের যে অংশে আক্রমণ করে : পাতা, কচি পাতা
  •  
  •  

ক্ষতির ধরণঃ

  • আক্রান্ত পাতার উপর হলদে-সবুজ ছোপ ছোপ দাগ পড়ে 
  • সাধারণত কচি পাতা প্রথমে আক্রান্ত হয়আক্রমন বেশি হলে পুরো পাতা হলুদ হয়ে ঝরে যেতে পারে

ক্ষতির ব্যপ্তিঃ

অনুকূল পরিবেশ

  • বিকল্প পোষকসাদা মাছির আধিক্যরোগ দ্রুত বিস্তারে সহায়ক

জৈবিক ও যান্ত্রিক পদ্ধতিতে দমনঃ

  • আক্রান্ত গাছ তুলে পুড়িয়ে ফেলতে হবে অথবা মাটিতে পুতে ফেলতে হবেসাদা মাছি দমনে আধাভাঙ্গা নিমবীজের পানি (১ লিটার পানিতে ৫০ গ্রাম নিমবীজ ভেঙ্গে ১২ ঘন্টা ভিজিয়ে রেখে ছেঁকে নিতে হবে) আক্রান্ত গাছে ১০ দিন পর পরবার স্প্রে করলে পোকা নিয়ন্ত্রন করা যায় 
  • এছাড়াও তামাকের গুড়া (১০গ্রাম), সাবানের গুড়া (৫গ্রাম) ও নিমের পাতার রস প্রতি লিটার পানিতে মিশিয়ে ব্যবহার করা যায়

রাসায়নিক পদ্ধতিতে দমনঃ

  • সাদা মাছিরোগের বাহক, এ পোকা দমনে টিডো ২০ এস এলমি.লি. ১০ লিটার পানিতে মিশিয়ে ১০ দিন পর পর ২-৩ বার স্প্রে করুনএকর প্রতি মাত্রা ১০০ মি.লি.

সুপারিশকৃত পণ্য সমূহ

আমাদের ব্র্যান্ডসমূহ