বীজ শোধনের জন্য প্রতি লিটার পানিতে ১ গ্রাম হারে এমকোজিম ৫০ ডব্লিউ পি মিশিয়ে রোপনের আগে ৩০ মিনিট ধরে বীজ শোধন করে নিন।
আক্রমণ দেখামাত্র নিউবেন ৭২ ডব্লিউ পি প্রতি ১০ লিটার পানিতে ২০ গ্রাম হারে মিশিয়ে ৫ শতাংশ জমিতে ভালভাবে স্প্রে করে প্রয়োগ করতে হবে। একর প্রতি মাত্রা ৪০০ গ্রাম।
অথবা প্রাউড ২৫ ই সি ১০ মি.লি. ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতাংশ জমিতে ভালভাবে স্প্রে করে প্রয়োগ করতে হবে। একর প্রতি মাত্রা ২০০ মি.লি.।