সরিষার অল্টারনারিয়া ব্লাইট (Alternaria Blight)

রোগবালাই

placeholder

পরিচিতিঃ

  • Alternaria brassicae ছত্রাকের আক্রমণে এ রোগ হয়।
  • ফসলের বাড়ন্ত পর্যায়ে আক্রমণ করে।
  • ফসলের যে অংশে আক্রমণ করে : কাণ্ড , পাতা , ফল।

ক্ষতির ধরণঃ

  • প্রাথমিক অবস্থায় সরিষা গাছের নিচের বয়স্ক পাতায় এ রোগের লক্ষণ পরিলক্ষিত হয়।
  • পরবর্তীকালে এ ছত্রাকের আক্রমণে গাছের পাতা, কান্ড ও ফলে চক্রাকার কালচে দাগের সৃষ্টি হয়।
  • আক্রমণের মাত্রা বেশি হলে পাতা ঝলসে যায়। ফলে সরিষার ফলন খুব কমে যায়।

ক্ষতির ব্যপ্তিঃ


জৈবিক ও যান্ত্রিক পদ্ধতিতে দমনঃ

  • রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন (ধলি, দৌলত, বারি সরিষা-৭, বারি সরিষা-৮) কিছুটা পাতা ঝলসানো রোগ সহনশীল জাতের সরিষার চাষ করুন। রোগ মুক্ত বীজ ব্যবহার করুন।
  • আক্রান্ত জমি থেকে পরবর্তী চাষের জন্য বীজ রাখা যাবেনা।

রাসায়নিক পদ্ধতিতে দমনঃ

  • আক্রমণ দেখা দিলে- রোভানন ৫০ ডব্লিউ পি ২০ গ্রাম ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতাংশ জমিতে ভালভাবে স্প্রে করতে হবে। একর প্রতি মাত্রা ৪০০ গ্রাম।
  • মাটিসহ গাছ ভিজিয়ে স্প্রে করতে হবে।

সুপারিশকৃত পণ্য সমূহ

আমাদের ব্র্যান্ডসমূহ