ধানের পাতা মোড়ানো পোকা (Leaf Roller)

ক্ষতিকর পোকামাকড়

placeholder

পরিচিতিঃ

  • বয়স্ক পোকায় পাখার উপর হালকা গাঢ় কমলা বাদামী স্ট্রাইপ, ঢেউ খেলানো ও অসংখ্য দাগ দেখা যায়। 
  • সদ্য ফোটা কীড়া বা লার্ভা সবুজাভ বর্ণের হয়। 
  • জীবনচক্রের স্তর চারটি (৪-৬ দিন), (লার্ভা ২১-২৮ দিন), (পিউপা ৬-৭ দিন), (পূর্ণাজ্ঞ ৭-১০ দিন), (জীবনকাল ৪৫-৫১ দিন)।

ক্ষতির ধরণঃ

  • ডিম থেকে সদ্য বের হওয়া কীড়া সদ্য ফোটা ভাজকৃত পাতার সবুজ ক্লোরোফিল কুড়ে কুড়ে খায়। ফলে ক্ষতিগ্রস্ত পাতায় সাদা লম্বা দাগ দেখা যায়। 
  • খুব বেশি ক্ষতি করলে পাতা গুলো পুড়ে যাওয়ার মত দেখায়। 
  • কীড়াগুলো বড় হওয়ার সাথে সাথে তারা পাতা লম্বালম্বি ভাবে মুড়িয়ে একটা নলের মত করে ফেলে। 
  • মোড়ানো পাতার মধ্যেই কীড়াগুলো পুত্তলীতে পরিণত হয়।

ক্ষতির ব্যপ্তিঃ

অনুকূল পরিবেশ

  • ইহা প্রধানত আমন মৌসুমে বেশি দেখা যায় তবে আউশ ও বোরো মৌসুমেও এর প্রাদুর্ভাব লক্ষ্য করা যায়।
আক্রান্ত ফসলের নমুনা

জৈবিক ও যান্ত্রিক পদ্ধতিতে দমনঃ

  • প্রাথমিক অবস্থায় পোকার ডিম বা কীড়াসহ পাতা সংগ্রহ করে ধ্বংস করা। 
  • আলোর ফাঁদের সাহায্যে পূর্ণবয়স্ক মথ ধরে মেরে ফেলা। 
  • জমিতে ডালপালা পুঁতে পোকাখেকো পাখির সাহায্যে পূর্ণবয়স্ক মথ দমন করা। 
  • জমিতে চারা রোপণের ৪০ দিন পর্যন্ত আগাছামুক্ত রাখতে হবে।

রাসায়নিক পদ্ধতিতে দমনঃ

  • পাতা মোড়ানো পোকা দমনের জন্য- এসিপ্রিড প্লাস ৯৫ এস পি ৩ গ্রাম প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতক জমিতে স্প্রে করতে হবে। বিঘা প্রতি মাত্রা ২০ গ্রাম এবং একর প্রতি মাত্রা ৬০ গ্রাম। 
  • অথবা এসিমিক্স ৫৫ ই সি ২০ মিলি প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতাংশ জমিতে স্প্রে করতে হবে। একর প্রতি মাত্রা ২০০ মিলি। 
  • অথবা ফাইটার ২.৫ ই সি ১০ মিলি প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতাংশ জমিতে স্প্রে করতে হবে। একর প্রতি মাত্রা ২০০ মিলি। 
  • অথবা কেয়ার ৫০ এস পি ২৪ গ্রাম প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতাংশ জমিতে স্প্রে করতে হবে। একর প্রতি মাত্রা ৪৮০ গ্রাম। 
  • অথবা গোলা ৪৮ ই সি ১০ মিলি প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতক জমিতে স্প্রে করতে হবে। একর প্রতি মাত্রা ২০০ মিলি।

সুপারিশকৃত পণ্য সমূহ

আমাদের ব্র্যান্ডসমূহ