ধানের চারার ব্লাইট রোগ (Seedling Blight)

রোগবালাই

placeholder

পরিচিতিঃ

  • ছত্রাকের আক্রমণে রোগ হয়ে থাকে

ক্ষতির ধরণঃ

  • চারা গজানোর সাথে সাথে মারা যায় অথবা চারা খুব দুর্বল ও লিকলিকে হয়। 
  • চারার গায়ে বিবর্ণ দাগ দেখা যায়।

ক্ষতির ব্যপ্তিঃ

অনুকূল পরিবেশ

  • ঠান্ডা ও ভেজা আবহাওয়া এই রোগ বিকাশের জন্য অনুকূল।
  • এ রোগের ছত্রাক জীবাণু মাটিতে থাকে এবং এটি বীজবাহিত রোগ। 
আক্রান্ত ফসলের নমুনা

জৈবিক ও যান্ত্রিক পদ্ধতিতে দমনঃ

  • এ রোগ দেখা দিলে বীজতলা পানিতে ডুবিয়ে রাখলে বা প্লাবন সেচ দিলে ভাল ফল পাওয়া যায়।  
  • স্বল্প গভীরতায় বীজ বপন করা। 
  • বপনের আগে বীজ শোধন করা।

রাসায়নিক পদ্ধতিতে দমনঃ

  • গাছের চারা অবস্থায় রোগ প্রতিরোধের জন্য- এমকোজিম ৫০ ডব্লিউ পি ১০ গ্রাম প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতাংশ জমিতে স্প্রে করতে হবে। একর প্রতি মাত্রা ২০০গ্রাম। 
  • রোগ দেখা দিলে- প্রাউড ২৫ ই সি ২০ মিলি প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতাংশ জমিতে স্প্রে করতে হবে। একর প্রতি মাত্রা ৪০০ মিলি। 
  • অথবা কন্‌জা প্লাস ১০ এস সি ৫ মিলি প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতাংশ জমিতে স্প্রে করতে হবে। একর প্রতি মাত্রা ১০০ মিলি।

সুপারিশকৃত পণ্য সমূহ

আমাদের ব্র্যান্ডসমূহ