বাদামী গাছ ফড়িং (Brown Plant Hopper)

ক্ষতিকর পোকামাকড়

পরিচিতিঃ

  • সবুজ ধানের অন্যতম শত্রু বাদামী গাছ ফড়িং। এটি কারেন্ট পোকা নামেও পরিচিত। 
  • এগুলোর গায়ের রঙ বাদামী বা গাঁড় বাদামী হয়ে থাকে। পূর্ণবয়স্ক পোকা লম্বা ও খাটো দু’ধরনের হয়ে থাকে। 
  • এগুলোর দেহ খুবই নরম এবং স্ত্রী পোকার পেট পুরুষ অপেক্ষা বেশি বড়। পূর্ণবয়স্ক পোকা ৩.৫ থেকে ৫.০ মিঃ মিঃ লম্বা হয়ে থাকে। 
  • লম্বা পাখা বিশিষ্ট পূর্ণবয়স্ক বাদামী ফড়িং গুলো প্রথমে ধান ক্ষেতে আক্রমণ করে। এরা পাতার খোলে এবং পাতার মধ্য শিরায় ডিম পাড়ে। 
  • ডিম ফুটে বাচ্চা বের হতে ৭ থেকে ৯ দিন সময় লাগে। বাচ্চা গুলো ৫ বার খোলস বদলায় এবং পূর্ণবয়স্ক ফড়িং এ পরিণত হতে ১৩ থেকে ১৫ দিন সময় নেয়।

ক্ষতির ধরণঃ

  • ডিম ফুটে সাদা রঙের অতিক্ষুদ্র বাচ্চা বের হয়ে পাতার খোল থেকে রস খেয়ে বড় হতে থাকে। 
  • একজোড়া পোকা প্রতিবার প্রায় লক্ষাধিক পোকার জন্ম দিয়ে থাকে। এসব পোকা এক একরের বেশি জমির ফসল নষ্ট করে দিতে সক্ষম। 
  • এ পোকার সংখ্যা এত বেড়ে যায় যে, আক্রান্ত ক্ষেতে বাজ পড়ার মত হপারবার্ন এর সৃষ্টি হয়। দূর থেকে গাছ গুলোকে পুড়ে যাওয়ার মত দেখায়। এ ধরনের ক্ষতিকে “হপার বার্ণ” বলে। 
  • একদিনে তাদের শরীরের ওজনের ১০-২০ গুণ খেতে পারে। অতিরিক্ত খাদ্য গাছের নিচের পাতায় মধু আকারে ঢেলে দেয়। পরে ঐ মধুতে ঝুল ছত্রাক জন্মে। এই ছত্রাক গাছের বৃদ্ধিতে বাধা দেয়। 
  • বাদামী গাছ ফড়িং গ্রাসি স্টান্ট, ব্যাগেট স্টান্ট ও উইল্টেড স্টান্ট নামক ভাইরাস রোগ ছড়ায়।

ক্ষতির ব্যপ্তিঃ

  • সাধারণত বাদামী গাছ ফড়িং এর আক্রমণে শতকরা প্রায় ৬০ ভাগ ফসল নষ্ট হয়ে যেতে পারে। এমনকি অনুকূল পরিবেশ পেলে এ পোকার আক্রমণে ক্ষেতে হপার বার্ণ সৃষ্টি হতে পারে, যার ফলে ১০০ ভাগ ফলনই ধ্বংস হয়ে যায়।

অনুকূল পরিবেশ

  • বাচ্চা ও পূর্ণবয়স্ক বাদামী গাছ ফড়িং আলো ও বাতাস পছন্দ করে না। তাই গাছের গোড়ায় যেখানে আলো-বাতাস কম অর্থ্যাৎ কান্ডে অবস্থান নেয়। আলো-বাতাস কমসম্পন্ন জমিতে প্রাদুর্ভাব বেশি লক্ষ্য করা যায়। 
  • সাধারণত যখন থোর ও ফুল আসে তখনই ইহার সংখ্যা বাড়তে থাকে। জমিতে ইউরিয়া সার বেশি ও পটাশ সার কম ব্যবহার করা। 
  • জমি সব সময় ভিজা থাকা, বেশি ঘন করে ধান রোপণ, জমিতে আগাছা থাকা ইত্যাদি। 
  • সাধারণত মার্চ মাসে এ পোকার সংখ্যা কম থাকে পরে ধীরে ধীরে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে এপ্রিল- মে মাসে প্রচুর হয়। জুন মাসে আবার এদের সংখ্যা কমতে থাকে এবং সেপ্টেম্বর মাস পর্যন্ত এ পোকা কম সংখ্যায় থাকে। পূনরায় অক্টোবর মাসে এ পোকার সংখ্যা বাড়তে শুরু করে। এভাবে নভেম্বর/ডিসেম্বর মাসে এরা আবার সর্বোচ্চ সংখ্যায় হয়ে থাকে। 
আক্রান্ত ফসলের নমুনা

জৈবিক ও যান্ত্রিক পদ্ধতিতে দমনঃ

  • পোকার বংশবৃদ্ধি কম থাকতেই জৈবিক দমন ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। 
  • আক্রান্ত জমির পানি ৭-৮ দিনের জন্য সরিয়ে ফেলতে হবে। 
  • আক্রমণ প্রবণ এলাকায় প্রতিরোধী জাত যেমন ব্রি ধান-২৮, ৩৩, ৩৫, বিনা ধান-৭ চাষ করা। 
  • ধান গাছ হাত দিয়ে ভাগ-ভাগ করে ফাঁকা করে আলো বাতাসের ব্যবস্থা করে দেওয়া। 
  • আক্রান্ত জমিতে ইউরিয়া সার প্রয়োগ না করা। 
  • আক্রমণ প্রবণ এলাকায় ২৫ সেমি দূরে-দূরে চারা রোপন করতে হবে। 
  • সর্বোপরি আলোর ফাঁদ ব্যাবহার করে জমিতে হাঁস ছেড়ে দেওয়া, ক্ষেতে ডালপালা পুঁতে বা জমিতে উপকারী পোকার আক্রমণ বাড়ানো।

রাসায়নিক পদ্ধতিতে দমনঃ

  • বাদামী গাছ ফড়িং দমনের জন্য সবচেয়ে কার্যকরি কীটনাশক- পাইরাজিন ৭০ ডব্লিউ ডি জি ৪ গ্রাম প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতক জমিতে স্প্রে করতে হবে। একর প্রতি মাত্রা ৮০ গ্রাম। 
  • এছাড়া বাদামী গাছ ফড়িং দমনের জন্য অন্যান্য কার্যকরি কীটনাশক হল- ল্যামিক্স ২৪.৭ এস সি ২০ মিলি প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতাংশ জমিতে স্প্রে করতে হবে। একর প্রতি মাত্রা ৪০০ মিলি। 
  • অথবা এসিমিক্স ৫৫ ই সি ১০ মিলি প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতাংশ জমিতে স্প্রে করতে হবে। একর প্রতি মাত্রা ২০০ মিলি।  
  • অথবা টিডো ২০ এস এল ২.৫ মি.লি. ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতক জমিতে স্প্রে করতে হবে। একর প্রতি মাত্রা ৫০ মিলি। 
  • অথবা প্লাটিনাম ২০ এস পি ১ গ্রাম প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতাংশ জমিতে স্প্রে করতে হবে। একর প্রতি মাত্রা ২০ গ্রাম। 
  • বাদামী গাছ ফড়িং গাছের গোঁড়ায় থাকে এ জন্য স্প্রে দ্বারা গাছে কীটনাশক ঔষধ ছিটানোর সময় লক্ষ্য রাখতে হবে যেন গাছের গোঁড়া ভালো ভাবে ভিজে। 
  • যদি কোন সময় ছিটানো ঔষুধ স্প্রে করার পর বৃষ্টিতে ধুয়ে গেলে এক সপ্তাহ পরে পুনরায় গাছে ঔষধ প্রয়োগ করতে হবে।

সুপারিশকৃত পণ্য সমূহ

আমাদের ব্র্যান্ডসমূহ