পাটের এ রোগটি পাটের জীবনচক্রে যে কোন সময় হতে পারে।
পাট গাছ বড় হবার সাথে সাথে পাট গাছের পাতায় সবুজ রং হারিয়ে হলদে সবুজ ছিটা দাগ পড়ে, আক্রান্ত গাছের বৃদ্ধি কমে যায় এবং আঁশের পরিমাণ শতকরা ১৫-২০ ভাগ পর্যন্ত কমে যেতে পারে।
সাদা মাছি আক্রান্ত গাছের রস খেয়ে সুস্থ গাছের রস খাওয়ার সময় এ রোগ ছড়ায়।