পাটের পাতার মোজাইক রোগ (Jute Leaf Mosaic)

রোগবালাই

placeholder

পরিচিতিঃ

  • ভাইরাসজনিত রোগ হিসেবে পরিচিত।
  • ফসলের বাড়ন্ত পর্যায়ে আক্রমণ করে।
  • ফসলের পাতার অংশে আক্রমণ করে।

ক্ষতির ধরণঃ

  • এ রোগে পাটের পাতায় অসমান হলদে ছিটা দাগ পড়ে।
  • পাটের এ রোগটি পাটের জীবনচক্রে যে কোন সময় হতে পারে।
  • পাট গাছ বড় হবার সাথে সাথে পাট গাছের পাতায় সবুজ রং হারিয়ে হলদে সবুজ ছিটা দাগ পড়ে, আক্রান্ত গাছের বৃদ্ধি কমে যায় এবং আঁশের পরিমাণ শতকরা ১৫-২০ ভাগ পর্যন্ত কমে যেতে পারে।
  • সাদা মাছি আক্রান্ত গাছের রস খেয়ে সুস্থ গাছের রস খাওয়ার সময় এ রোগ ছড়ায়।

ক্ষতির ব্যপ্তিঃ

অনুকূল পরিবেশ

  • পরাগায়ণের মাধ্যমে এবং হোয়াইট ফ্লাই (সাদা মাছি) নামক এক প্রকার ক্ষুদ্র মাছি দ্বারা এ রোগ বিস্তার লাভ করে
  • সাদা মাছি আক্রান্ত গাছের রস খেয়ে সুস্থ গাছের পাতার রস খাওয়ার সময় এ জীবাণু সুস্থ গাছে সংক্রমিত হয়।

জৈবিক ও যান্ত্রিক পদ্ধতিতে দমনঃ

  • জমিতে আক্রান্ত চারা দেখা মাত্র তা তুলে ফেলতে হবে। কোন ক্রমেই হলদে সবুজ ছিট পড়া আক্রান্ত গাছ জমিতে রাখা যাবে না।
  • সুস্থ ও নীরোগ গাছ থেকে বীজ সংগ্রহ করা। রোগ প্রতিরো্ধ্য জাতের চাষ করা।
  • জমিতে আক্রান্ত চারা দেখা মাত্র তা তুলে ফেলতে হবে। কোন ক্রমেই হলদে সবুজ ছিটা পড়া আক্রান্ত গাছ জমিতে রাখা যাবে না।
  • পাট গাছের মাঝামাঝি বয়সের বাড়ন্তকালে যদি এ রোগ ব্যাপকভাবে দেখা দেয় তা হলে ঐ ক্ষেতের পাট গাছ কেটে আঁশ সংগ্রহ করতে হবে।
  • আক্রান্ত গাছ থেকে বীজ সংগ্রহ করা একেবারেই নিষিদ্ধ। আক্রান্ত গাছের বীজ সংগ্রহ করে বপন করলে পরবর্তী বছর ব্যাপক ভাবে এ রোগ দেখা দেবে।

রাসায়নিক পদ্ধতিতে দমনঃ

  • সাদা মাছি এ রোগের বাহক, এ পোকা দমনে টিডো ২০ এস এল ৫ মি.লি, ১০ লিটার পানিতে মিশিয়ে ১০ দিন পর পর ২-৩ বার স্প্রে করুন। একর প্রতি মাত্রা ১০০ মি.লি.।

সুপারিশকৃত পণ্য সমূহ

আমাদের ব্র্যান্ডসমূহ