আখের উইল্ড রোগ (Wilt of Sugarcane)

রোগবালাই

পরিচিতিঃ

  • এই রোগ দেখতে প্রায় লালপচা রোগের মতই।
  • আক্রান্ত গাছের পাতাগুলো আস্তে আস্তে হলুদ হয়ে মরে যায়।
  • আক্রান্ত গাছ লম্বালম্বিভাবে কাটলে ভিতরের অংশে বেগুনি অথবা লাল রং দেখা যায়।

ক্ষতির ধরণঃ

  • আখের বয়স ৮-৯ মাস হলে এ রোগের আক্রমণ দেখা যায়।
  • আক্রান্ত গাছের পাতা নেতিয়ে পড়ে এবং উপর থেকে শুকাতে থাকে।
  • আক্রান্ত আখ লম্বালম্বিভাবে চিড়লে কান্ডের মধ্যভাগে গিরার নিকটে গাঢ় লাল রং দেখা যায়।
  • লাল পচা রোগের মতই উইল্ট রোগে আক্রান্ত আখের গিঁটের অংশে ইটের ন্যায় লাল হয় কিন্তু ছোপ সাদা আড়াআড়ি দাগ দেখা যায় না।
  • রোগের প্রকোপ বেশী হলে আক্রান্ত ইক্ষুর ভিতরে ফাঁপা হয় এবং কান্ড শুকিয়ে যায়। খুব অল্প সময়ের মধ্যে আক্রান্ত জমির ইক্ষু শুকিয়ে যায়।

ক্ষতির ব্যপ্তিঃ

অনুকূল পরিবেশ

  • বৈশাখের মাঝামাঝির পর থেকে শুরু করে ভাদ্রের মাঝামাঝি পর্যন্ত এ রোগের প্রকোপ কম থাকে। এছাড়া বছরের অন্যান্য সময় এ রোগের আক্রমনের অনুকূল পরিবেশ।

জৈবিক ও যান্ত্রিক পদ্ধতিতে দমনঃ

  • আক্রান্তগাছ জমি থেকে শিকড়সহ তুলে ফেলুন।
  • আখ কাটার পর মোথাসমেত সমস্ত মরা মাথা পুড়িয়ে ফেলতে হবে ও প্রখর রৌদ্র দ্বারা আক্রান্ত জমির মাটি শুকানোর ব্যবস্থা নিন।
  • রোগমুক্ত অনূমোদিত বীজ ব্যবহার করুন।
  • আগাম চাষ অনুসরণ করুন।
  • ৫৪ সেঃ তাপমাত্রায় আর্দ্র গরম বাতাসে ৪ ঘন্টাকাল বীজ শোধন করে লাগান।
  • আখ কাটার পর পরিত্যক্তঅংশ ঐ জমিতেই পুড়িয়ে ফেলুন।
  • রোগাক্রান্ত জমিতে মুড়ি আখ চাষ বন্ধ রাখুন।

রাসায়নিক পদ্ধতিতে দমনঃ

  • বীজ শোধন করলে এ রোগ দমন করা সম্ভব।
  • বীজ শোধনের জন্য প্রতি লিটার পানিতে ১ গ্রাম হারে এমকোজিম ৫০ ডব্লিউ পি মিশিয়ে রোপনের আগে ৩০ মিনিট ধরে বীজ শোধন করে নিন।

সুপারিশকৃত পণ্য সমূহ

আমাদের ব্র্যান্ডসমূহ