আখের কালো শীষ রোগ (Black ear or Smut disease of Sugarcane)

রোগবালাই

placeholder

পরিচিতিঃ

Ustilago scitaminea নামক ছত্রাক জীবাণু দ্বারা এ রোগ হয়।

ক্ষতির ধরণঃ

  • আখের বয়স ৩/৪ মাস থেকেই এ রোগ দেখা দেয়।
  • আক্রান্ত গাছের মাথা থেকে কাল চাবুকের মত চিকন এবং লম্বা একটি শীষ বের হয়।
  • আক্রান্ত গাছ সাধারণত বাড়ে না।
  • কান্ড পেন্সিলের মত চিকন ও শক্ত হয় এবং বাড়তে পারে না।

ক্ষতির ব্যপ্তিঃ

অনুকূল পরিবেশ

আঁখের ৩/৪ মাস বয়স হলে এই রোগের প্রাদুর্ভাব দেখা যায়।


জৈবিক ও যান্ত্রিক পদ্ধতিতে দমনঃ

  • আক্রান্তগাছ জমি থেকে শিকড় সহ তুলে ফেলুন।
  • আখ কাটার পর মোথাসহ সমস্ত মরা মাতা পুড়িয়ে ফেলতে হবে ও প্রখর রৌদ্র দ্বারা আক্রান্ত জমির মাটি শুকানোর ব্যবস্থা নিন।

রাসায়নিক পদ্ধতিতে দমনঃ

  • বীজ শোধন করলে এ রোগ দমন করা সম্ভব।
  • বীজ শোধনের জন্য প্রতি লিটার পানিতে ১ গ্রাম হারে এমকোজিম ৫০ ডব্লিউ পি মিশিয়ে রোপনের আগে ৩০ মিনিট ধরে বীজ শোধন করে নিন।

সুপারিশকৃত পণ্য সমূহ

আমাদের ব্র্যান্ডসমূহ