আখের পাইনাপেল রোগ (Pine apple)

রোগবালাই

পরিচিতিঃ

  • এটি ছত্রাকজনিত রোগ।
  • ফসলের যে পর্যায়ে আক্রমণ করে : শুরুতে
  • ফসলের যে অংশে আক্রমণ করে : বীজ

ক্ষতির ধরণঃ

  • জমিতে আখ রোপনের পর তা গজায়না বরং পচে যায়।
  • গজালেও তা টিকেনা চারা মরে যায়।
  • রোপন করা আখ কাটলে আনারসের মত গন্ধ পাওয়া যায়।

ক্ষতির ব্যপ্তিঃ


জৈবিক ও যান্ত্রিক পদ্ধতিতে দমনঃ

  • আক্রান্ত গাছ জমি থেকে শিকড় সমেত তুলে ফেলুন।
  • আখ কাঁটার পর মোথাসমেত সমস্ত মরা মাথা পুড়িয়ে ফেলতে হবে ও প্রখর রোগের তাপে আক্রান্ত জমির মাটি শুকানোর ব্যবস্থা নিন।

রাসায়নিক পদ্ধতিতে দমনঃ

  • বীজ শোধনের জন্য প্রতি লিটার পানিতে ১ গ্রাম হারে এমকোজিম ৫০ ডব্লিউ পি মিশিয়ে রোপনের আগে ৩০ মিনিট ধরে বীজ শোধন করে নিন।

সুপারিশকৃত পণ্য সমূহ

আমাদের ব্র্যান্ডসমূহ