আখের সাদা পাতা রোগ (White leaf of Sugarcane)

রোগবালাই

পরিচিতিঃ

  • রোগের কারণ : মাইকোপ্লাজমা (Mycoplasma)
  • ফসলেরযেপর্যায়েআক্রমণকরে : বাড়ন্তপর্যায়
  • ফসলের যে অংশে আক্রমণ করে : পাতা

ক্ষতির ধরণঃ

  • আক্রান্ত গাছের পাতা সাদা হয়ে যায়।
  • অনেক সময় অঙ্কুরোদগম এর পরেই কচি পাতা সাদা রং ধারন করে।
  • আক্রান্ত গাছের কুশি হয়, বয়স্ক গাছের ডগার মধ্যস্থ পাতাও সাদা হয়।
  • আক্রান্ত গাছের গড়ন ছোট হয়, ঝাড়-বৃদ্ধি খুব কম এবং অধিক কুশি হয়।
  • বয়স্ক আখের চোখ গুলো ফুটে যায় এবং সম্পূর্ণ সাদা বা সবুজ সাদা মিশাল পার্শ্ব কুশি বের হয়। ফলন মারাত্মক ভাবে কমে যায়।

ক্ষতির ব্যপ্তিঃ

অনুকূল পরিবেশ

মাঘ মাসের মাঝামাঝি থেকে শুরু হয়ে ক্রমান্বয়ে ফাল্গুন-জ্যৈষ্ঠ মাসে রোগের আক্রমণ বাড়তে থাকে, এমনকি আষাঢ়-ভাদ্রের শেষ পর্যন্ত কিছুটা কমলেও আশ্বিণ-অগ্রহায়ণের মাঝামাঝি তীব্রতর থাকে; তবে অগ্রহায়ণের শেষে এ রোগ কমতে থাকে।


জৈবিক ও যান্ত্রিক পদ্ধতিতে দমনঃ

  • রোগমুক্ত অনূমোদিত বীজ ব্যবহার করতে হবে।
  • আগাম চাষ অনুসরণ করুন।
  • ৫৪ ডিগ্রি সেঃ তাপমাত্রায় আর্দ্র গরম বাতাসে ৪ ঘন্টাকাল বীজ শোধন করুন।
  • আখ কাটার পর পরিত্যক্ত অংশ ঐ জমিতেই পুড়িয়ে ফেলুন।
  • রোগাক্রান্ত জমিতে মুড়ি ইক্ষুর চাষ বন্ধ করুন।

রাসায়নিক পদ্ধতিতে দমনঃ

বীজ শোধনের জন্য প্রতি লিটার পানিতে ১ গ্রাম হারে এমকোজিম ৫০ ডব্লিউ পি মিশিয়ে রোপনের আগে ৩০ মিনিট ধরে বীজ শোধন করে নিন।

সুপারিশকৃত পণ্য সমূহ

আমাদের ব্র্যান্ডসমূহ