মাঘ মাসের মাঝামাঝি থেকে শুরু হয়ে ক্রমান্বয়ে ফাল্গুন-জ্যৈষ্ঠ মাসে রোগের আক্রমণ বাড়তে থাকে, এমনকি আষাঢ়-ভাদ্রের শেষ পর্যন্ত কিছুটা কমলেও আশ্বিণ-অগ্রহায়ণের মাঝামাঝি তীব্রতর থাকে; তবে অগ্রহায়ণের শেষে এ রোগ কমতে থাকে।
বীজ শোধনের জন্য প্রতি লিটার পানিতে ১ গ্রাম হারে এমকোজিম ৫০ ডব্লিউ পি মিশিয়ে রোপনের আগে ৩০ মিনিট ধরে বীজ শোধন করে নিন।