আখের মোজাইক রোগ (Sugarcane Mosaic)

রোগবালাই

পরিচিতিঃ

ভাইরাসের আক্রমণে এ রোগ হয়।

ক্ষতির ধরণঃ

  • গাঢ় সবুজ রং এর পাতা মধ্যে হালকা হালকা ফ্যাকাশে বা হলুদ রং এর বৈশিষ্ট্যপূর্ণ ছোট ছোট টানা টানা দাগই এ রোগের প্রধান লক্ষণ।
  • তবে ইহা পাতার লম্বালম্বি দিকে সমস্ত পাতা জুড়ে সমভাবে বিস্তৃত থাকে।
  • পুরানো পাতার চেয়ে কচি পাতায় এ রোগের লক্ষণ অধিক পরিস্কার বোঝা যায় এবং কান্ডের উপরিভাগে ছোট ছোট চিঁর ধরে।

ক্ষতির ব্যপ্তিঃ

অনুকূল পরিবেশ

জাব পোকা এ রোগের বাহক।


জৈবিক ও যান্ত্রিক পদ্ধতিতে দমনঃ

  • জমি আগাছামুক্ত রাখতে হবে ।
  • জমিতে সুষম সার ব্যবহার করতে হবে ।
  • রোগমুক্ত অনূমোদিত বীজ ব্যবহার করতে হবে।
  • রোগ প্রতিরোধ জাতের চাষ করতে হবে।
  • বাহক পোকা দমনের জন্য সাবানযুক্ত পানি স্প্রে করা যায় অথবা আধাভাঙ্গা নিমবীজের পানি (১ লিটার পানিতে ৫০ গ্রাম নিমবীজ ভেঙ্গে ১২ ঘন্টা ভিজিয়ে রেখে ছেঁকে নিতে হবে) আক্রান্ত গাছে ১০ দিন পর পর ৩ বার স্প্রে করলে পোকা নিয়ন্ত্রন করা যায়।

রাসায়নিক পদ্ধতিতে দমনঃ

জাব পোকা এ রোগের বাহক, এ পোকা দমনে টিডো ২০ এস এল ৫ মি.লি. প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে ১০ দিন পর পর ২-৩ বার স্প্রে করুন।

সুপারিশকৃত পণ্য সমূহ

আমাদের ব্র্যান্ডসমূহ