আখের খোল পচা রোগ (Sheath rot of Sugarcane)

রোগবালাই

পরিচিতিঃ

  • এটি ছত্রাকজনিত রোগ।
  • ফসলের বাড়ন্ত পর্যায়ে আক্রমণ করে।
  • ফসলের পাতার অংশে আক্রমণ করে।

ক্ষতির ধরণঃ

  • আখের নিচের পাতায় কালচে লাল থেকে লাল রঙ্গের দাগ দেখা যায়।
  • পরবর্তীতে পাতার নিচে পচন শুরু হয় এবং টান দিলে উঠে আসে।
  • খোলের নিচে ছত্রাকের কাল গুটি গুটি অংশ দেখতে পাওয়া যায়।

ক্ষতির ব্যপ্তিঃ


জৈবিক ও যান্ত্রিক পদ্ধতিতে দমনঃ

  • আনূমোদিত বীজ ব্যবহার করুন।
  • আগাম চাষ অনুসরণ করুন।
  • রোগাক্রান্ত জমিতে মুড়ি আখের চাষ বন্ধ করুন।
  • জমিতে পানি নিষ্কাশনের সু-ব্যবস্থা নিতে হবে।
  • আখ কাটার পর পরিত্যক্ত অংশ ঐ জমিতেই পুড়িয়ে ফেলতে হবে।

রাসায়নিক পদ্ধতিতে দমনঃ

  • ব্লাস্টিন ৭৫ ডব্লিউ ডি জি ৬ গ্রাম ১০ লিটার পানিতে মিশিয়ে প্রতি ৫ শতকে ১০-১২ দিন পর পর ২-৩ বার স্প্রে করতে হবে।
  • একর প্রতি মাত্রা ১২০ গ্রাম।

সুপারিশকৃত পণ্য সমূহ

আমাদের ব্র্যান্ডসমূহ