হোম
পরিচিতি
সংক্ষিপ্ত পরিচিতি
পরিচালনা পর্ষদ
আমাদের কার্যক্রম
উৎপাদন ব্যবস্থা
বিতরণ ব্যবস্থা
ব্র্যান্ডসমূহ
পণ্য ও সেবা
বালাইনাশক সমাধান
ফলন বর্ধক
বায়ো সমাধান
স্প্রে সার্ভিস ও ইকুইপমেন্ট
সারফ্যাকটেণ্ট
ছাদ বাগান সমাধান
ব্যবসায় সমূহ
ক্রপ কেয়ার
ফ্লোরা
বায়ো ক্রপ কেয়ার
ফ্লো মাস্টার
গ্রীন সল্যুশন
ফসল সুরক্ষা
ধান
অর্থকরী ফসল
ডাল জাতীয় ফসল
মসলা ফসল
ফুল ও ফল
দানাদার ফসল
তেল জাতীয় ফসল
সবজি ফসল
মিডিয়া
পুরষ্কার
ইভেন্ট
ডাউনলোড
কৃষি ও আমরা
যোগাযোগ
পেঁয়াজের পার্পল ব্লচ রোগ (Purple blotch of onion)
রোগবালাই
হোম
ফসল সুরক্ষার নির্দেশিকা- Crop Pest Solution
মসলা ফসল
পেঁয়াজের পার্পল ব্লচ রোগ (Purple blotch of onion)
পরিচিতিঃ
Alternaria
porri
নামক
ছত্রাকের আক্রমণে এ রোগ হয়।
ফসলের
চারা
ও
বাড়ন্ত
পর্যায়ে
আক্রমণ
করে
।
ফসলের
যে
অংশে
আক্রমণ
করে
:
কাণ্ড
,
পাতা
,
ফুলের
ডাটা
,
এমন
কি
পিঁয়াজও
এই
রোগ
দ্বারা
আক্রান্ত
হইতে
পারে
।
ক্ষতির ধরণঃ
প্রথমে
পাতা
ও
বীজহীন
কাণ্ডে
ক্ষুদ্র
ক্ষুদ্র
পানি
ভেজা
বাদামি
বা
হলুদ
রং
এর
দাগের
সৃষ্টি
হয়
।
দাগের
মধ্যবর্তী
অংশ
প্রথমে
লালচে
বাদামী
ও
পরবর্তীতে
কালো
বর্ণ
ধারণ
করে
এবং
দাগের
কিনারা
বেগুনী
বর্ণ
ধারণ
করে
।
আক্রান্ত
পাতা
উপরের
দিক
হতে
ক্রমান্বয়ে
মরে
যেতে
থাকে
।
ব্যাপকভাবে
আক্রান্ত
পাতা
৩
-
৪
সপ্তাহের
মধ্যে
হলদে
হয়ে
মরে
যায়
।
ক্ষতির ব্যপ্তিঃ
অন্যান্য বিভাগসমূহ
ধান এর সম্পূর্ণ বালাই ব্যবস্থাপনা
অর্থকরী ফসল
ডাল জাতীয় ফসল
মসলা ফসল
ফল এর বালাই সমস্যা ও সমাধান
দানাদার ফসল
তেল জাতীয় ফসল
সবজি ফসল
অনুকূল পরিবেশ
আর্দ্র
আবহাওয়ায়
রোগ
খুব
দ্রুত
বিস্তার
লাভ
করে
।
ছত্রাক
স্পোর
মাটি
অথবা
ফসলের
পরিত্যক্ত
অংশে
এক
বছরেরও
বেশি
থাকিতে
পারে
।
জৈবিক ও যান্ত্রিক পদ্ধতিতে দমনঃ
রোগ
নিয়ন্ত্রণের
জন্য
ফসল
উঠাইবার
পর
পরিত্যক্ত
অংশসমূহ
ভালোভাবে
সংগ্রহ
করিয়া
নষ্ট
করা
,
বীজ
বপনের
আগে
বীজ
শোধন
করা
।
অতিরিক্ত
ঘন
করে
পেঁয়াজ
লাগাবেন
না
।
সুষম
সার
প্রয়োগ
ও
পরিচর্যা
করুন
।
আক্রান্ত
অংশ
ছাটাই
করে
ধ্বংস
কর
।
রাসায়নিক পদ্ধতিতে দমনঃ
রোগ
দেখা
দেওয়ার
সঙ্গে
সঙ্গে
-
রোভানন
৫০
ডব্লিউ
পি
২০
গ্রাম
প্রতি
১০
লিটার
পানিতে
মিশিয়ে
৫
শতক
জমিতে
স্প্রে
করতে
হবে
।
অথবা
এক্সট্রামিল
৭২০
ডব্লিউ
পি
২০
গ্রাম
প্রতি
১০
লিটার
পানিতে
মিশিয়ে
৫
শতক
জমিতে
স্প্রে
করতে
হবে
।
অথবা
ব্লাস্টিন
৭৫
ডব্লিউ
ডি
জি
৪
গ্রাম
প্রতি
১০
লিটার
পানিতে
মিশিয়ে
৫
শতক
জমিতে
স্প্রে
করতে
হবে
।
১২-১৫
দিন
পর
পর
২-৩
বার
ভালভাবে
স্প্রে
করতে
হবে
।
সুপারিশকৃত পণ্য সমূহ
রোভানন ৫০ ডব্লিউ পি
এক্সট্রামিল ৭২০ ডব্লিউ পি
ব্লাস্টিন ডব্লিউ ডি জি
আমাদের ব্র্যান্ডসমূহ