রসুনের পার্পল ব্লচ রোগ (Purple Blotch of Garlic)

রোগবালাই

placeholder

পরিচিতিঃ

  • Alternaria porri নামক ছত্রাকের আক্রমণে এ রোগ হয়। 
  • ফসলের চারাবাড়ন্ত পর্যায়ে আক্রমণ করে 
  • ফসলের যে অংশে আক্রমণ করে : কাণ্ড, পাতা
  •  
  •  

ক্ষতির ধরণঃ

  • রোগের আক্রমনে পাতায় বীজকান্ডে পানি ভেজা তামাটে, বাদামি বা হালকা বেগুনি রংয়ের দাগ দেখা যায় 
  • আক্রান্ত পাতা উপর থেকে মরে আসে এক সময় পাতা/গাছ ভেঙ্গে যায়

ক্ষতির ব্যপ্তিঃ

অনুকূল পরিবেশ

  • আর্দ্র আবহাওয়ায় রোগ খুব দ্রুত বিস্তার লাভ করে 
  • ছত্রাক স্পোর মাটি অথবা ফসলের পরিত্যক্ত অংশে এক বছরেরও বেশি থাকিতে পারে

জৈবিক ও যান্ত্রিক পদ্ধতিতে দমনঃ

  • ফসল সংগ্রহের পর সমস্ত গাছ পুড়িয়ে ফেলুন

রাসায়নিক পদ্ধতিতে দমনঃ

  • রোগ দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে- রোভানন ৫০ ডব্লিউ পি ২০ গ্রাম প্রতি ১০ লিটার পানিতে মিশিয়েশতক জমিতে স্প্রে করতে হবে 
  • অথবা এক্সট্রামিল ৭২০ ডব্লিউ পি ২০ গ্রাম প্রতি ১০ লিটার পানিতে মিশিয়েশতক জমিতে স্প্রে করতে হবে 
  • অথবা ব্লাস্টিন ৭৫ ডব্লিউ ডি জিগ্রাম প্রতি ১০ লিটার পানিতে মিশিয়েশতক জমিতে স্প্রে করতে হবে 
  • ১২-১৫ দিন পর পর ২-৩ বার ভালভাবে স্প্রে করতে হবে

সুপারিশকৃত পণ্য সমূহ

আমাদের ব্র্যান্ডসমূহ