হোম
পরিচিতি
সংক্ষিপ্ত পরিচিতি
পরিচালনা পর্ষদ
আমাদের কার্যক্রম
উৎপাদন ব্যবস্থা
বিতরণ ব্যবস্থা
ব্র্যান্ডসমূহ
পণ্য ও সেবা
বালাইনাশক সমাধান
ফলন বর্ধক
বায়ো সমাধান
স্প্রে সার্ভিস ও ইকুইপমেন্ট
সারফ্যাকটেণ্ট
ছাদ বাগান সমাধান
ব্যবসায় সমূহ
ক্রপ কেয়ার
ফ্লোরা
বায়ো ক্রপ কেয়ার
ফ্লো মাস্টার
গ্রীন সল্যুশন
ফসল সুরক্ষা
ধান
অর্থকরী ফসল
ডাল জাতীয় ফসল
মসলা ফসল
ফুল ও ফল
দানাদার ফসল
তেল জাতীয় ফসল
সবজি ফসল
মিডিয়া
পুরষ্কার
ইভেন্ট
ডাউনলোড
কৃষি ও আমরা
যোগাযোগ
পেঁয়াজের গলা ও কন্দ পঁচা রোগ (Bulb Rot/Basal Rot)
রোগবালাই
হোম
ফসল সুরক্ষার নির্দেশিকা- Crop Pest Solution
মসলা ফসল
পেঁয়াজের গলা ও কন্দ পঁচা রোগ (Bulb Rot/Basal Rot)
পরিচিতিঃ
ছত্রাকের
আক্রমনে
এ রোগ হয়।
ফসলের
চারা
ও
বাড়ন্ত
পর্যায়ে
আক্রমণ
করে
।
ফসলের
যে
অংশে
আক্রমণ
করে
:
গোঁড়া
ক্ষতির ধরণঃ
পেঁয়াজের
পাতা
হালকা
সবুজ
হতে
হলুদ
রং
ধারণ
করে
এবং
আগা
থেকে
পাতা
শুকাতে
থাকে
।
এক
সময়
গোড়ায়
পানি
ভেজা
পঁচন
দেখা
যায়
এবং
অনেক
সময়
গাছ
গোড়ায়
ভেঙ্গে
যায়
।
ক্ষতির ব্যপ্তিঃ
অন্যান্য বিভাগসমূহ
ধান এর সম্পূর্ণ বালাই ব্যবস্থাপনা
অর্থকরী ফসল
ডাল জাতীয় ফসল
মসলা ফসল
ফল এর বালাই সমস্যা ও সমাধান
দানাদার ফসল
তেল জাতীয় ফসল
সবজি ফসল
অনুকূল পরিবেশ
আর্দ্র মাটি এবং ২৭° সেঃ তাপমাত্রা রোগের বিকাশের জন্য উপযোগী।
এই রোগের জীবাণু মাটিতে বা ফসলের পরিত্যক্ত অংশে অনেক বছর টিকে থাকতে পারে।
জৈবিক ও যান্ত্রিক পদ্ধতিতে দমনঃ
আক্রান্ত
অংশ
সংগ্রহ
করে
ধ্বংস
করুন
।
আক্রান্ত
ক্ষেতের
পানি
দিয়ে
আরেক
জমিতে
সেচ
দেবেন
না
।
ফসল
সংগ্রহের
পর
পরিত্যাক্ত
অংশ
ধ্বংস
করুন
।
রাসায়নিক পদ্ধতিতে দমনঃ
চারা
১০-১৫
দিন
বয়স
হলে
-
এমকোজিম
৫০
ডব্লিউ
পি
২০
গ্রাম
১০
লিটার
পানিতে
মিশিয়ে
প্রতি
৫
শতকে
১২-১৫
দিন
পর
পর
২-৩
বার
ভালভাবে
স্প্রে
করতে
হবে
।
আক্রমণ
দেখা
দিলে
-
এসিবিন
২৮
এস
সি
১০
মিলি
১০
লিটার
পানিতে
মিশিয়ে
৫
শতক
জমিতে
স্প্রে
করতে
হবে
।
অথবা
নিউবেন
৭২
ডব্লিউ
পি
২০
গ্রাম
১০
লিটার
পানিতে
মিশিয়ে
৫
শতক
জমিতে
স্প্রে
করতে
হবে
।
সুপারিশকৃত পণ্য সমূহ
এমকোজিম ৫০ ডব্লিউ পি
এসিবিন ২৮ এস সি
নিউবেন ৭২ ডব্লিউ পি
আমাদের ব্র্যান্ডসমূহ