আক্রমন দেখা দেয়া মাত্রই আক্রান্ত স্থানের বাকল (কিছুটা ভাল টিস্যু সহ) তুলে ফেলতে হবে এবং সেখানে বোর্দ পেস্ট লাগাতে হবে (১০০ গ্রাম তুতে ১০০গ্রাম চুন ১ লিটার পানিতে মিশিয়ে বোর্দ পেস্ট তৈরি করা যায়)
২। যেসব গাছে বোর্দপেস্ট লাগানো সম্ভব না সেসব গাছে বোর্দ মিক্সার স্প্রে করতে হবে (১০ গ্রাম তুতে ১০গ্রাম চুন ১লিটার পানিতে মিশিয়ে বোর্দ মিক্সার তৈরি করা যায়)।
বোর্দপেস্ট বা বোর্দমিক্সার ব্যাবস্থাপনায় অসুবিধা হলে এমকোজিম ৫০ ডব্লিউ পি স্প্রে করা যায়।
গাছের মরা এবং ঘন ডালপালা নিয়মিত ছাটাই করতে হবে।
রাসায়নিক পদ্ধতিতে দমনঃ
ডিফার ৩০০ ই সি ৭.৫ মিলি প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে সম্পূর্ণ গাছ ভালভাবে ভিজিয়ে স্প্রে করতে হবে।
অথবা প্রাউড ২৫ ই সি ১০ মিলি প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে সম্পূর্ণ গাছ ভালভাবে ভিজিয়ে স্প্রে করতে হবে।