আমের স্ক্যাব (Scab)

রোগবালাই

পরিচিতিঃ

  • ছত্রাকের আক্রমনে এ রোগ হয়। 
  • ফসলের যে পর্যায়ে আক্রমণ করে : ফলের বাড়ন্ত পর্যায়, ফল পরিপক্ব  
  • ফসলের যে অংশে আক্রমণ করে : ফল

ক্ষতির ধরণঃ

  • আম মোটর দানার মত হলেই এই রোগ দেখা দিতে পারে, আক্রন্ত আমের শরীর বাদামি রং ধারন করে, খোসা ফেটে যায় এবং খসখসে হয়ে যায়। 
  • আক্রান্ত আমের বৃদ্ধি বাধাগ্রস্থ হয়, কয়েকদিনের মধ্যেই ঝরে পড়ে। আমের শরীর খসখসে অমসৃণ হওয়ার কারণে বাজার দাম কমে যায়।

ক্ষতির ব্যপ্তিঃ

অনুকূল পরিবেশ

  • অতিরিক্ত শিশির, কুয়াশা এবং আর্দ্রতা রোগ বিস্তারের পক্ষে খুবই অনুকূল

জৈবিক ও যান্ত্রিক পদ্ধতিতে দমনঃ

  • আক্রমন দেখা দেয়া মাত্রই আক্রান্ত স্থানের বাকল (কিছুটা ভাল টিস্যু সহ) তুলে ফেলতে হবে এবং সেখানে বোর্দ পেস্ট লাগাতে হবে (১০০ গ্রাম তুতে ১০০গ্রাম চুন ১ লিটার পানিতে মিশিয়ে বোর্দ পেস্ট তৈরি করা যায়) 
  • ২। যেসব গাছে বোর্দপেস্ট লাগানো সম্ভব না সেসব গাছে বোর্দ মিক্সার স্প্রে করতে হবে (১০ গ্রাম তুতে ১০গ্রাম চুন ১লিটার পানিতে মিশিয়ে বোর্দ মিক্সার তৈরি করা যায়)। 
  • বোর্দপেস্ট বা বোর্দমিক্সার ব্যাবস্থাপনায় অসুবিধা হলে এমকোজিম ৫০ ডব্লিউ পি স্প্রে করা যায়। 
  • গাছের মরা এবং ঘন ডালপালা নিয়মিত ছাটাই করতে হবে।

রাসায়নিক পদ্ধতিতে দমনঃ

  • ডিফার ৩০০ ই সি ৭.৫ মিলি প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে সম্পূর্ণ গাছ ভালভাবে ভিজিয়ে স্প্রে করতে হবে। 
  • অথবা প্রাউড ২৫ ই সি ১০ মিলি প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে সম্পূর্ণ গাছ ভালভাবে ভিজিয়ে স্প্রে করতে হবে। 
  • ১২-১৫ দিন পর পর ২-৩ বার ভালভাবে স্প্রে করতে হবে।

সুপারিশকৃত পণ্য সমূহ

আমাদের ব্র্যান্ডসমূহ