লিচুর পাউডারি মিলডিউ রোগ (Powdery Mildew of Litchi)

রোগবালাই

placeholder

পরিচিতিঃ

  • Oidium spp ছত্রাকের আক্রমণে এ রোগ হয়। 
  • ফসলের যে পর্যায়ে আক্রমণ করে : বাড়ন্ত পর্যায়, ফলের বাড়ন্ত পর্যায় 
  • ফসলের যে অংশে আক্রমণ করে : পাতা, ফল
  •  
  •  

ক্ষতির ধরণঃ

  • প্রথমে পাতার নিচে সাদা পাউডারের মত আবরন দেখা যায় যা পরবর্তী সময়ে কাল বা বাদামী রং ধারন করে 
  • এতে ফুল এবং ফল বাদামী রং ধারন করে এবং ঝরে পড়ে 
  • ফলের পরিপক্ক অবস্থায় রোগের আক্রমণে ফল ফেটে যায়
  •  
  •  

ক্ষতির ব্যপ্তিঃ

অনুকূল পরিবেশ

  • হাল্কা বৃষ্টি, কুয়াশাচ্ছন্ন মেঘলা আকাশ এ রোগের ব্যাপক উৎপাদনে সহায়তা করে। 
  • উষ্ণ  ও  আর্দ্র  আবহাওয়া  এবং  ঠান্ডা  রাত্রিতে  ছত্রাক  গাছের  বিভিন্ন  অংশে  ও  অন্যান্য  গাছে  বিস্তার  লাভ  করে।

জৈবিক ও যান্ত্রিক পদ্ধতিতে দমনঃ

  • সম্ভব হলে আক্রান্ত ফল পাতা ও ডাল অপসারণ করুন

রাসায়নিক পদ্ধতিতে দমনঃ

  • কুয়াশাচ্ছন্ন  আবহাওয়ায়  রোগটি  বিস্তার  লাভ  করে  তাই  কুয়াশাচ্ছন্ন  আবহাওয়া  দেখলেই- মিটপ ৬০ ডব্লিউ জি প্রতি লিটার পানিতেগ্রাম হারে মিশিয়ে সম্পূর্ণ গাছে স্প্রে করতে হবে 
  • আক্রমণ বেশি দেখা দিলে- ডিফার ৩০০ ই সি ৭.৫ মিলি প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে সম্পূর্ণ গাছ ভালভাবে ভিজিয়ে স্প্রে করতে হবে 
  • ১০-১২ দিন পরপর ২-৩ বার স্প্রে করতে হবে 
  • অথবা সালফক্স ৮০ ডব্লিউ ডি জি ৪০ গ্রাম ১০ লিটার পানিতে মিশিয়েদিন পর পর ২-৩ বার শেষ বিকেলের দিকে স্প্রে করুন
  •  
  •  
  •  

সুপারিশকৃত পণ্য সমূহ

আমাদের ব্র্যান্ডসমূহ