হোম
পরিচিতি
সংক্ষিপ্ত পরিচিতি
পরিচালনা পর্ষদ
আমাদের কার্যক্রম
উৎপাদন ব্যবস্থা
বিতরণ ব্যবস্থা
ব্র্যান্ডসমূহ
পণ্য ও সেবা
বালাইনাশক সমাধান
ফলন বর্ধক
বায়ো সমাধান
স্প্রে সার্ভিস ও ইকুইপমেন্ট
সারফ্যাকটেণ্ট
ছাদ বাগান সমাধান
ব্যবসায় সমূহ
ক্রপ কেয়ার
ফ্লোরা
বায়ো ক্রপ কেয়ার
ফ্লো মাস্টার
গ্রীন সল্যুশন
ফসল সুরক্ষা
ধান
অর্থকরী ফসল
ডাল জাতীয় ফসল
মসলা ফসল
ফুল ও ফল
দানাদার ফসল
তেল জাতীয় ফসল
সবজি ফসল
মিডিয়া
পুরষ্কার
ইভেন্ট
ডাউনলোড
কৃষি ও আমরা
যোগাযোগ
কলার সিগাটোকা রোগ (Sigatoka)
রোগবালাই
হোম
ফসল সুরক্ষার নির্দেশিকা- Crop Pest Solution
ফল
কলার সিগাটোকা রোগ (Sigatoka)
পরিচিতিঃ
Cerecospora musae
ছত্রাকের আক্রমণে এ রোগ হয়।
ফসলের বাড়ন্ত পর্যায়ে আক্রমণ করে।
ফসলের পাতার অংশে আক্রমণ করে।
ক্ষতির ধরণঃ
এ রোগের প্রাথমিক লক্ষণ হল গাছের তৃতীয় ও চতুর্থ কচি পাতায় ছোট ছোট হলুদ দাগ পড়ে।
দাগগুলো ধীরে ধীরে বড় হয় ও বাদামী ঝলসানো রঙ ধারণ করে। বেশি আক্রান্ত পাতা আগুনে ঝলসানো বা পোড়া মনে হয়।
আক্রান্ত গাছের ফলন ১০-১৫% কম হয়। তীব্র আক্রমণে অনেক পাতা সম্পূর্ণ শুকিয়ে যায়।
ক্ষতির ব্যপ্তিঃ
অন্যান্য বিভাগসমূহ
ধান এর সম্পূর্ণ বালাই ব্যবস্থাপনা
অর্থকরী ফসল
ডাল জাতীয় ফসল
মসলা ফসল
ফল এর বালাই সমস্যা ও সমাধান
দানাদার ফসল
তেল জাতীয় ফসল
সবজি ফসল
অনুকূল পরিবেশ
রোগ বিস্তার ও উহার প্রচণ্ডতা আবহাওয়ার আর্দ্রতা ও উষ্ণতা এবং মাটির প্রকৃতির উপর নির্ভরশীল।
উষ্ণতা ১৮° সেঃ এর কম হইলে রোগ কম হয়।
মাটিতে বাতাস ও আহরণযোগ্য ফসফেট কম থকিলে এবং মাটির অম্লতা ৪-৫ হইলে রোগ বেশি হয়।
জৈবিক ও যান্ত্রিক পদ্ধতিতে দমনঃ
প্রতিরোধী জাত চাষ করুন। কলা সংগ্রহের পর পর পাতা পুড়িয়ে ফেলুন।
সঠিক দুরত্তে গাছ রোপণ করুন যেন সব গাছ পর্যাপ্ত আলো বাতাস পায়।
রাসায়নিক পদ্ধতিতে দমনঃ
এসিবিন ২৮ এস সি ১০ মিলি প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে সম্পূর্ণ গাছ ভালভাবে ভিজিয়ে স্প্রে করতে হবে।
অথবা মিটপ ৬০ ডব্লিউ জি ১৫ গ্রাম প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে সম্পূর্ণ গাছ ভালভাবে ভিজিয়ে স্প্রে করতে হবে।
অথবা কন্জা প্লাস ১০ এস সি ১০ মিলি প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে ভালভাবে স্প্রে করে দিতে হবে।
১০ দিন পর পর ২-৩ বার স্প্রে করুন।
সুপারিশকৃত পণ্য সমূহ
কনজা ৫ ই সি
এমকোজিম ৫০ ডব্লিউ পি
ডিফার ৩০০ ই সি
প্রাউড ২৫ ই সি
আমাদের ব্র্যান্ডসমূহ