কলার সিগাটোকা রোগ (Sigatoka)

রোগবালাই

পরিচিতিঃ

  • Cerecospora musae ছত্রাকের আক্রমণে এ রোগ হয়। 
  • ফসলের বাড়ন্ত পর্যায়ে আক্রমণ করে। 
  • ফসলের পাতার অংশে আক্রমণ করে।

ক্ষতির ধরণঃ

  • এ রোগের প্রাথমিক লক্ষণ হল গাছের তৃতীয় ও চতুর্থ কচি পাতায় ছোট ছোট হলুদ দাগ পড়ে। 
  • দাগগুলো ধীরে ধীরে বড় হয় ও বাদামী ঝলসানো রঙ ধারণ করে। বেশি আক্রান্ত পাতা আগুনে ঝলসানো বা পোড়া মনে হয়। 
  • আক্রান্ত গাছের ফলন ১০-১৫% কম হয়। তীব্র আক্রমণে অনেক পাতা সম্পূর্ণ শুকিয়ে যায়।

ক্ষতির ব্যপ্তিঃ

অনুকূল পরিবেশ

  • রোগ  বিস্তার  ও  উহার  প্রচণ্ডতা  আবহাওয়ার  আর্দ্রতা  ও  উষ্ণতা  এবং  মাটির   প্রকৃতির  উপর  নির্ভরশীল।  
  • উষ্ণতা  ১৮°  সেঃ  এর  কম  হইলে  রোগ  কম  হয়।  
  • মাটিতে  বাতাস  ও  আহরণযোগ্য  ফসফেট  কম  থকিলে  এবং  মাটির  অম্লতা  ৪-৫  হইলে  রোগ  বেশি  হয়।

জৈবিক ও যান্ত্রিক পদ্ধতিতে দমনঃ

  • প্রতিরোধী জাত চাষ করুন। কলা সংগ্রহের পর পর পাতা পুড়িয়ে ফেলুন। 
  • সঠিক দুরত্তে গাছ রোপণ করুন যেন সব গাছ পর্যাপ্ত আলো বাতাস পায়।

রাসায়নিক পদ্ধতিতে দমনঃ

  • এসিবিন ২৮ এস সি ১০ মিলি প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে সম্পূর্ণ গাছ ভালভাবে ভিজিয়ে স্প্রে করতে হবে। 
  • অথবা মিটপ ৬০ ডব্লিউ জি ১৫ গ্রাম প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে সম্পূর্ণ গাছ ভালভাবে ভিজিয়ে স্প্রে করতে হবে। 
  • অথবা কন্‌জা প্লাস ১০ এস সি ১০ মিলি প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে ভালভাবে স্প্রে করে দিতে হবে। 
  • ১০ দিন পর পর ২-৩ বার স্প্রে করুন।

সুপারিশকৃত পণ্য সমূহ

আমাদের ব্র্যান্ডসমূহ