পেয়ারার ছাতরা পোকা (Guava Mealy bug)

ক্ষতিকর পোকামাকড়

placeholder

পরিচিতিঃ

  • দুধের মত সাদা বর্ণের এবং মোম জাতীয় পাউডার দ্বারা নরম দেহ আবৃত থাকে

ক্ষতির ধরণঃ

  • এরা কচি ফল, পাতাডালের রস চুষে নেয়, ফলে গাছ দুর্বল হয় 
  • পোকার আক্রমণে পাতা, ফলডালে সাদা সাদা তুলার মত দেখা যায় 
  • অনেক সময় পিঁপড়া দেখা যায়এর আক্রমণে অনেক সময় পাতা ঝরে যায় এবং ডাল মরে যায়

ক্ষতির ব্যপ্তিঃ


জৈবিক ও যান্ত্রিক পদ্ধতিতে দমনঃ

  • সাবানযুক্ত পানি স্প্রে করা যায় অথবা আধাভাঙ্গা নিমবীজের পানি (১ লিটার পানিতে ৫০ গ্রাম নিমবীজ ভেঙ্গে ১২ ঘন্টা ভিজিয়ে রেখে ছেঁকে নিতে হবে) আক্রান্ত গাছে ১০ দিন পর পরবার স্প্রে করলে পোকা নিয়ন্ত্রণ করা যায় 
  • এছাড়াও তামাকের গুড়া (১০ গ্রাম), সাবানের গুঁড়া (৫ গ্রাম) ও নিমের পাতার রস  প্রতি লিটার পানিতে মিশিয়ে ব্যবহার করা যায় 
  • আক্রান্ত অংশ পোকাসহ তুলে ধ্বংস করতে হবেখুব জোরে পানি স্প্রে করেও প্রাথমিক অবস্থায়পোকা নিয়ন্ত্রণ করা যায়

রাসায়নিক পদ্ধতিতে দমনঃ

  • আক্রমণ বেশি হলে- ল্যামিক্স ২৪.৭ এস সি ১০ মিলি ১০ লিটার পানিতে মিশিয়ে সম্পূর্ণ গাছে ভালভাবে স্প্রে করতে হবে 
  • ১০ দিন পরপর-বার স্প্রে করতে হবে
  •  

সুপারিশকৃত পণ্য সমূহ

আমাদের ব্র্যান্ডসমূহ