পেয়ারার ফল শুকিয়ে যাওয়া রোগ (Dry Fruit Rot)

রোগবালাই

placeholder

পরিচিতিঃ

  • Physalopara psidii নামক একধরণের ছত্রাকের আক্রমণে এ রোগ হয়। 
  • ফসলের যে পর্যায়ে আক্রমণ করে : ফলের বাড়ন্ত পর্যায় 
  • ফসলের যে অংশে আক্রমণ করে : কাণ্ড
  •  
  •  

ক্ষতির ধরণঃ

  • আক্রমণে কচি ফল শুকিয়ে যায়। 
  • ছত্রাকের কারণে বা শরীরবৃত্তীয় কারণে এ রোগ হয়ে থাকে।
  • রোগের শুরুতে ফলের গায়ে হালকা বাদামী দাগ দেখা যায়। 
  • চার দিন পর পুরো ফল গাঢ় বাদামি হয়ে যায় এবং পরে কালো হয়ে শুকিয়ে যায়।

ক্ষতির ব্যপ্তিঃ

অনুকূল পরিবেশ

  • এই রোগের জীবাণু গাছের ঢালে টিকে থাকে এবং অনুকূল পরিবেশ পেলে সক্রিয় হয়ে আক্রমণ করে।
  • এই জীবাণু বাতাসের মাধ্যমে এক গাছ থেকে অন্য গাছে ছড়িয়ে পড়তে পারে।
  • বর্ষা মৌসুম এই রোগ বিকাশের অনুকূল।

জৈবিক ও যান্ত্রিক পদ্ধতিতে দমনঃ

  • আক্রান্ত ফল, পাতা ও ডগা ছাঁটাই করে ধ্বংস করুন। 
  • গাছের নিচে পড়া ফল, পাতা সংগ্রহ করে পুড়ে ফেলুন। 
  • সুষম সার প্রয়োগ করা এবং খরার মৌসুমে পরিমিত সেচ দিন।

রাসায়নিক পদ্ধতিতে দমনঃ

  • চারা রোপণের ২০-২৫ দিনের মধ্যেই- ১ম বার এবং গাছে ফুল আসলে ২য় বার- এমকোজিম ৫০ ডব্লিউ পি ১০ গ্রাম প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে সম্পূর্ণ গাছে ভালভাবে স্প্রে করতে হবে 
  • ফল মটর দানার মত আকারের হলে- নেমিসপোর ৮০ ডব্লিউ পি ৪৫ গ্রাম প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে সম্পূর্ণ গাছে ভালভাবে স্প্রে করতে হবে 
  • অথবা প্রাউড ২৫ ই সি ১০ মিলি প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে সম্পূর্ণ গাছে ভালভাবে স্প্রে করতে হবে 
  • ১০-১২ দিন পরপর ২-৩ বার স্প্রে করুন

সুপারিশকৃত পণ্য সমূহ

আমাদের ব্র্যান্ডসমূহ