লেবুর স্ক্যাব বা দাদ রোগ (Citrus Scab)

রোগবালাই

placeholder

পরিচিতিঃ

  • Elsinoe fawcetti নামক ছত্রাকের আক্রমণে এই রোগ হয়। 
  • এই ছত্রাক আক্রান্ত পাতায়, ডালে ও ফলের খোসার নিচে অনেক দিন বাঁচিয়া থাকে। 
  • পাতায়, কচি কচি ডালে ও ফলে এই রোগ হয়
  •  
  •  
  •  
  •  
  •  

ক্ষতির ধরণঃ

  • উঁচু দাগ পড়ে কখন কখনও পাতাফলে দাগ দেখা যায় 
  • আক্রান্ত পাতার নিচের দিকে স্পর্শ করলে খসখসে লাগে 
  • পাতার ও দাগের বয়সের সঙ্গে সঙ্গে দাগের আকৃতি এবং রঙ বদলাইতে থাকে। প্রথমে আক্রান্ত অংশের উপর বিভিন্ন ধরনের (হলুদ, কমলা অথবা লাল) চকচকে দাগ পড়ে এবং পাতার বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে উহা মলিন হইয়া আসিতে পারে। 
  • স্ক্যাব দাগ পাতার উভয় পার্শেই হইতে পারে। তবে, পাতার উল্টা পিঠেই বেশি হয়।
  •  
  •  
  •  



ক্ষতির ব্যপ্তিঃ

অনুকূল পরিবেশ

  • বসন্তকালে যখন উষ্ণতা ১৫°-২২° সেঃ এবং আবহাওয়া আর্দ্র থাকে তখন ছত্রাক দ্রুত বৃদ্ধি পায়। 
  • তিরিক্ত শিশির, কুয়াশা এবং আর্দ্রতা রোগ বিস্তারের পক্ষে খুবই অনুকূল।

জৈবিক ও যান্ত্রিক পদ্ধতিতে দমনঃ

  • নিয়মিত বাগান পরিদর্শন করুন 
  • গাছের পাতা শুকনো থাকা আবস্থায় বাগানের পরিচর্যা করুন

রাসায়নিক পদ্ধতিতে দমনঃ

  • চারা রোপণের ১৫-২০ দিনের মধ্যে- এমকোজিম ৫০ ডব্লিউ পি  ১০ গ্রাম ১০ লিটার পানিতে মিশিয়ে সম্পূর্ণ গাছ ভালভাবে ভিজিয়ে দিতে হবে। 
  • আক্রমণ দেখা দিলে- প্রাউড ২৫ ই সি ১০ মিলি ১০ লিটার পানিতে মিশিয়ে সম্পূর্ণ গাছ ভালভাবে ভিজিয়ে দিতে হবে। 
  • অথবা কন্‌জা প্লাস ১০ এস সি ১০ মিলি ১০ লিটার পানিতে মিশিয়ে সম্পূর্ণ গাছ ভালভাবে ভিজিয়ে দিতে হবে। 
  • আক্রমণ বেশি হলে- ডিফার ৩০০ ই সি ৭.৫ মিলি ১০ লিটার পানিতে মিশিয়ে সম্পূর্ণ গাছ ভালভাবে ভিজিয়ে দিতে হবে।
  •  
  •  
  •  

সুপারিশকৃত পণ্য সমূহ

আমাদের ব্র্যান্ডসমূহ