এই ছত্রাক আক্রান্ত পাতায়, ডালে ও ফলের খোসার নিচে অনেক দিন বাঁচিয়া থাকে।
পাতায়, কচি কচি ডালে ও ফলে এই রোগ হয়।
ক্ষতির ধরণঃ
উঁচুদাগপড়েকখনওকখনওপাতা ও ফলেদাগদেখাযায়।
আক্রান্তপাতারনিচেরদিকেস্পর্শকরলেখসখসেলাগে।
পাতার ও দাগের বয়সের সঙ্গে সঙ্গে দাগের আকৃতি এবং রঙ বদলাইতে থাকে।প্রথমে আক্রান্ত অংশের উপর বিভিন্ন ধরনের (হলুদ, কমলা অথবা লাল) চকচকে দাগ পড়ে এবং পাতার বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গেউহা মলিন হইয়া আসিতে পারে।
স্ক্যাব দাগ পাতার উভয় পার্শেইহইতে পারে। তবে, পাতার উল্টা পিঠেই বেশি হয়।