ভূট্টার পাতা ঝলসানো রোগ (Leaf Blight)

রোগবালাই

পরিচিতিঃ

  • Helminthosporium turcicum এবং Helminthosporium maydis ছত্রাক জীবাণুর কারনে এই রোগ হয়।  
  • ফসলের বাড়ন্ত পর্যায়ে আক্রমণ করে। 
  • ফসলের পাতার অংশে আক্রমণ করে। 

ক্ষতির ধরণঃ

  • প্রথমে পাতার নিচের দিকে লম্বা ধুসর দাগ হয় পরে তা পাতার উপরের দিকেও দৃশ্যমান হয়। 
  • একপর্যায়ে পাতা শুকিয়ে যায় এবং গাছ মারা যায়। 

ক্ষতির ব্যপ্তিঃ

অনুকূল পরিবেশ

  • বাতাসের অধিক আর্দ্রতা এবং উচ্চ তাপমাত্রা (২৫ ডিগ্রী সে.) রোগ বিস্তারের জন্য সহায়ক

জৈবিক ও যান্ত্রিক পদ্ধতিতে দমনঃ

  • প্রত্যায়িত/মানঘোষিত বীজ বপণ করুন। 
  • রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন জাতের চাষ করুন। 
  • আক্রান্ত জমি থেকে বীজ সংগ্রহ করবেন না। 

রাসায়নিক পদ্ধতিতে দমনঃ

  • এসিবিন ২৮ এস সি ১০ মি.লি. ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতক জমিতে স্প্রে করে প্রয়োগ করতে হবে। একর প্রতি মাত্রা ২০০ মিলি। 
  • অথবা ব্লাস্টিন ৭৫ ডব্লিউ ডি জি ৬ গ্রাম ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতক জমিতে স্প্রে করে প্রয়োগ করতে হবে। একর প্রতি মাত্রা ১২০ গ্রাম। 
  • ১০ দিন পরপর ২-৩ বার শেষ বিকেলে ফসলে স্প্রে করুন।

সুপারিশকৃত পণ্য সমূহ

আমাদের ব্র্যান্ডসমূহ