মুগের পাতার দাগ রোগ (Leaf Spot)

রোগবালাই

পরিচিতিঃ

  • ছত্রাকের আক্রমণে এ রোগ হয়ে থাকে।
  • ফসলের যে পর্যায়ে আক্রমণ করে: বাড়ন্ত পর্যায়, চারা, পূর্ণ বয়স্ক।
  • ফসলের যে অংশে আক্রমণ করে: পাতা

ক্ষতির ধরণঃ

  • পাতায় ছোট ছোট লালচে বাদামি বর্ণের গোলাকৃতি হতে ডিম্বাকৃতির দাগ পড়ে।
  • আক্রান্ত পাতার উপর ছিদ্র হয়ে যায়।
  • আক্রমণের মাত্রা বেশি হলে সম্পূর্ণ পাতা ঝলসে যায়।

ক্ষতির ব্যপ্তিঃ

অনুকূল পরিবেশ

  • পরিত্যক্ত ফসলের অংশ, বায়ু ও বৃষ্টির ঝাপটার মাধ্যমে এ রোগ বিস্তার লাভ করে।
  • শতকরা ৮০ ভাগের বেশী আর্দ্রতা ও ২৮ ডিগ্রি সেঃ এর বেশী তাপমাত্রায় এ রোগ দ্রুত বিস্তার লাভ করে।

জৈবিক ও যান্ত্রিক পদ্ধতিতে দমনঃ

  • আগের ফসলের নাড়া বা অবশিষ্ট অংশ ভালভাবে ধ্বংস করতে হবে।
  • সম্ভব হলে আগের ফসলের অবশিষ্টাংশ পুড়িয়ে ফেলুন।
  • রোগ প্রতিরোধী জাত ব্যবহার করুন এবং আগাম বীজ বপন করুন।

রাসায়নিক পদ্ধতিতে দমনঃ

  • প্রতি ১০ লিটার পানিতে ১০ গ্রাম এমকোজিম ৫০ ডব্লিউ পি মিশিয়ে শেষ বিকেলে স্প্রে করা। একর প্রতি মাত্রা ২০০ গ্রাম।
  • আক্রমণ বেশি হলে- কেমামিক্স ৭৫০ ডব্লিউ পি ২০ গ্রাম প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতাংশ জমিতে প্রয়োগ করতে হবে। একর প্রতি মাত্রা ৪০০ গ্রাম।

সুপারিশকৃত পণ্য সমূহ

আমাদের ব্র্যান্ডসমূহ