পরিত্যক্ত ফসলের অংশ, বায়ু ও বৃষ্টির ঝাপটার মাধ্যমে এ রোগ বিস্তার লাভ করে।
শতকরা ৮০ ভাগের বেশি আর্দ্রতা ও ২৮ ডিগ্রি সেঃ এর বেশি তাপমাত্রায় এ রোগ দ্রুত বিস্তার লাভ করে।
জৈবিক ও যান্ত্রিক পদ্ধতিতে দমনঃ
আগের ফসলের নাড়া বা অবশিষ্ট অংশ ভালভাবে ধ্বংস করতে হবে।
রোগ সহনশীল জাত চাষ করতে হবে।
রাসায়নিক পদ্ধতিতে দমনঃ
প্রতি ১০ লিটার পানিতে ১০ গ্রাম এমকোজিম ৫০ ডব্লিউ পি মিশিয়ে শেষ বিকেলে স্প্রে করতে হবে। একর প্রতি মাত্রা ২০০ গ্রাম। ১২- ১৫ দিন অন্তর ২-৩ বার স্প্রে করতে হবে।
আক্রমণ বেশি হলে- কেমামিক্স ৭৫০ ডব্লিউ পি, ২০ গ্রাম প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতাংশ জমিতে প্রয়োগ করতে হবে। একর প্রতি মাত্রা ৪০০ গ্রাম।