মোঃ আবদুর রহমান, জেনারেল ম্যানেজার- মার্কেটিং

 

খাদ্য মানুষের অন্যতম জৈবিক চাহিদা গুলোর মধ্যে অন্যতম। বিশ্বব্যাপী ক্রমবর্ধমান মানুষের সাথে তাল মিলিয়ে প্রতিনিয়ত এই চাহিদা বেড়েই চলেছে। আর খাদ্যের চাহিদা মেটাতে শস্যের অবদান অপরিসীম। গুনগতমানের শস্যের কথা ভাবতে গেলে প্রথমেই আসে ভাল মানের ফসল উৎপাদনের কথা। ভালো ফসল মানেই গুনগতমানের শস্য তথা পুষ্টিমান সমৃদ্ধ সুষম খাবার। কিন্তু ফসল উৎপাদনের পথে বাঁধা হিসেবে কাজ করে প্রাকৃতিক দূর্যোগ, আগাছা, পোকামাকড় ও ফসলের রোগবালাইয়ের মত বিভিন্ন প্রতিকূলতা। আমাদের কৃষক ভাইয়েরা এসব প্রতিকুলতায় দিশেহারা হয়ে পড়েন। অনেক সময় এসব সমস্যা মোকাবিলায় তাঁদের বিভিন্ন অজ্ঞতার কারনে ফসলের ব্যাপক ক্ষতি হয়ে যায় যা জাতীয় অর্থনীতিতে প্রভাব ফেলে। 

এ সি আই ক্রপ কেয়ার একটি দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসেবে সবসময়ই চায় কৃষকদের পাশে দাঁড়িয়ে দেশের খাদ্য নিরাপত্তার স্বার্থে কিছুটা হলেও কাজ করে যেতে। সে ভাবনা থেকেই আমরা বাজারজাত করে থাকি বিভিন্ন ধরনের আগাছানাশক, ছত্রাকনাশক এবং কীটনাশক। এছাড়াও, ফলন বর্ধক হিসেবে ফ্লোরা নামের একটি পণ্য এবং মাটিতে সালফারের চাহিদা পূরনের জন্য আমরা সালফক্স বাজারজাত করে থাকি।

আমরা বিশ্বাস করি যে, শুধুমাত্র উন্নতমানের পণ্য সরবরাহের মাধ্যমে ফসলের শতভাগ সুরক্ষা নিশ্চিত করা অসম্ভব। সেই ভাবনা থেকেই আমরা কৃষক ভাইদেরকে ৩৬০ ডিগ্রি কৃষি সহায়তা প্রদান করতে চাই।

কৃষির আধুনিকায়নে উন্নত প্রযুক্তির ব্যবহার কৃষকের মাঝে ছড়িয়ে দিতে এবং কৃষকের দোরগোড়ায় সব ধরনের কৃষি সেবা পৌঁছে দিতে এ সি আই ক্রপকেয়ার এর দক্ষ পরিশ্রমী ও প্রশিক্ষিত কৃষি ডিগ্রিধারি কর্মীগন বিশেষ ভুমিকা রাখেন। এ সি আই ক্রপ কেয়ারের প্রায় সাড়ে সাতশ বিশেষজ্ঞ ফিল্ডকর্মী রয়েছেন যারা মাঠ পর্যায়ে কৃষকদের বিভিন্ন আঙ্গিকে এ সেবা প্রদান করে থাকেন।

এভাবেই বাংলাদেশের কৃষিতে অবদান রাখতে সচেষ্ট দেশের নিজস্ব প্রতিষ্ঠান এ সি আই ক্রপ কেয়ার। এতটা পথ পাড়ি দেয়া সহজ ছিলনা কিন্তু আমাদের সকল কলাকুশলী এবং শুভানুধ্যায়ীদের অসীম পরিশ্রম ও অকৃতিম ভালবাসা প্রতিষ্ঠানটিকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছে। তাই আপনাদের সকলকে জানাই কৃতজ্ঞতা।